অসমাপ্ত কিছু পরিনাম......।
লিখেছেন লিখেছেন হাসনাইন হাসান ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪১:৩৭ রাত
ছেলেটি একা!!
গায়ের সমস্ত লোমকুপ ধুলয় ভরা
সারা শরিরে রক্তে ভেজা
ছেলেটির হাসি আজ বিধ্বস্ত মাখা
মুখে শুধুই বের্থ আর্তনাদ
আজ সে ভীষণ একা,
অস্পষ্ট কান্না আজ ধুলয় মাখা
আজ সে ভীষণ একা....
>>>এমনটি আজ হাজারো পেলেস্টাইন ও সিরিয়ান শিশুদের সত্য ও নির্মম পরিনাম<<<
শান্তি আমরা সকলেই চাই কথাটা সত্য, ঠিক একি ভাবে শান্তি শান্তি ভালবাসা আর স্বাধীনতা স্বাধীনতা করে চিৎকার করে গলা ফাটিয়ে পৃথিবীটা আজ একেবারেই শান্তহারা এক অশান্ত কোন গ্রহ মাত্র। কত চাকচিক্যময় নোবেল শান্তি পুরস্কার, হাজার হাজার পাতায় লিখিত মানবতার স্বপক্ষে যুক্তি তর্ক আর অজস্র গান ও কবিতার বেহুদাই কিছু বর্ণমালার অপচয় ছাড়া কিছুইনা।
পেরেছি কি ওই সকল নিষ্পাপ অবুজ শিশু আর তাদের নিরপরাদ মা বোনদের সঠিক কি অপরাধ ছিল তা বুঝতে?
পারিনি কোনদিন পারব বলে মনেও হয় না। আসলে আমাদের এই বিশ্বের সমাজ সেবক সেবীদের এইবেপারগুলো কখনই গুরুত্ব পূর্ণ কোন লক্ষ ছিলনা।
প্রশ্নঃ আচ্ছা কখনো কি দিতেপেরেছি স্বার্থহীন কোন হাসি!......?
জানি এসকল প্রশ্নের কোন জবাব পাবনা, তবুও প্রশ্ন করে যেতেচাই আগামীর কাছে কারন এসব কথাগুল একটু পরেই অতিত হয়ে যাবে।
আজ আমাদের মধ্যে ভালোবাসার বিন্ধুমাত্র কোন অনুভূতি নেই, শুধুই কেবল যান্ত্রিকতা আর স্বার্থের পাহার ছাড়া...
এমন নাম না জানা হাজারো শিশুদের মৃত্যুচিৎকার ওদের আইপড আর আধুনিক আইফোন ঠাসা কানে কখনোই পৌঁছাবে না, ওরা সওদা করে হত্যার আতশবাজীর, ওরা পিতার কাঁধে পুত্রের লাশ চাপিয়ে দিয়ে অস্কারজয়ী সিনেমা বানিয়ে চলেছে, ওরা সারা পৃথিবীতে বিক্রি করে গণতন্ত্র ও স্বাধীনতা নামের আশ্চর্য তাবিজ, ওরা ওষুধ আর বিভিন্ন ধরনের নতুন নতুন আবিষ্কার করা কথিত উন্নতমানের ভ্যাক্সিনের নামে চাপিয়ে দিচ্ছে বিষাক্ত মরণ বিষ অথবা নতুন কোন ভাইরাস ওদের জন্য তোমার নিথর শরীর আর রক্তবন্যা কেবল রঙ্গীন ছবির ক্যামেরার ফ্রেম...
সর্বশেষে বলতে চাই হাজারো মালালার মুখে হাসি ফুটালেও বলবো আমাদের ওই সব নাটকীয়তা আর কিছু ছবির ছায়ামালা ও নিষ্ঠুর স্বার্থের এক অসম্ভব সুন্দর সাজানো কোন উপন্যাস অথবা কোন এক নতুন গল্পের শুভ সূচনা মাত্র...
বিষয়: আন্তর্জাতিক
১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন