মনীষী, বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বহু গ্রন্থপ্রণেতা মুহাম্মাদ কুতুব ইন্তেকাল করেছেন ।
লিখেছেন লিখেছেন জয়নাল আবেদীন টিটো ০৫ এপ্রিল, ২০১৪, ০৩:০০:৪০ রাত
মনীষী, বিশিষ্ট ইসলামিক স্কলার # ভ্রান্তির বেড়াজালে ইসলাম, # বিংশ শতাব্দীর জাহিলিয়াত # আমরা কি মুসলমান প্রভৃতি বইয়ের লেখক মুহাম্মদ কুতুব গতকাল শুক্রবার মক্কায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন । ইস্তাম্বুলের Today's Zaman পত্রিকা এই খবর প্রকাশ করেছে । তিনি ১৯১৯ সালে মিশরের আসিউত নামক স্থানে জন্মগ্রহণ করেন । শিক্ষকতাকে ব্রত হিসাবে নেয়া এই মহান ব্যক্তি মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি এবং জেদ্দাস্থ কিং আবদুল আজীজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ।
তার বড় ভাইয়ের নাম সাইয়্যেদ কুতুব, যিনি 'ফি যিলালিল কুরআন', 'ইসলামী সমাজ বিপ্লবের ধারা', 'আগামী দিনের জীবন বিধান', 'আল কোরআনের শিল্প ও সৌন্দর্য', বিশ্বশান্তি ও ইসলাম' প্রভৃতি গ্রন্থের প্রণেতা ।
আমি কতবার তার সাথে সাক্ষাত করার জন্য ব্যকুল হয়ে ছিলাম । কতবার কতজনকে তার অবস্থা সম্বন্ধে জানতে চেয়েছি ! তিনি কোথায় থাকেন, সে সন্ধান কেউ আমাকে দিতে পারে নি । উইকিপিডিয়া লিখেছিল, ২০০৪ সালে তাকে শেষবারের মত প্রকাশ্যে মক্কায় দেখা গেছে । মজনু যেমন লাইলীর বাড়ীর পাশে অকারণে ঘোরাফিরা করত, তেমনি আমিও কতবার কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে গিয়েছি, ডানে বামে তাকিয়েছি, পিতার মত শ্রদ্ধেয়, শিক্ষকের মত সম্মানিত এই ব্যক্তিটির সাক্ষাত পাই কি না ! না, কোনদিন তাকে দেখতে পাই নি । এমনকি তার ছবিও কোনদিন দেখিনি । কেউ যদি একবার আমাকে বলত, তিনি মক্কার অমুক স্থানে আছেন, তাহলে আমি সেখানে গিয়েই তার সাথে সাক্ষাত করতাম ।
তার লেখা 'ভ্রান্তির বেড়াজালে ইসলাম', 'বিংশ শতাব্দির জাহেলিয়াত' এবং সাইয়্যেদ আবুল আলা'র লেখা 'ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব' হাজারো তরুণের চোখ থেকে জাহেলিয়াতের ছলনাময়ী রূপের জাল ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে ।
ডাউনলোড করুন--
http://azelin.files.wordpress.com/2010/08/muhammad-qutb-islam-the-misunderstood-religion.pdf
বিষয়: বিবিধ
১৮৮৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনবদ্য তাফসীরগ্রন্থ ফী জিলালিল কুরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শহীদের যোগ্যতম সহোদর এই সুমহান ব্যক্তিত্ব বিশ্ব-ইসলামী আন্দোলনের একজন শতাব্দীসেরা উজ্জ্বল নক্ষত্র! সারাটা জীবন উৎসর্গ করেছেন তাঁর পরিবারের প্রতিটি অনন্য সদস্য এপথে! তাঁদের লেখনী, ত্যাগ-তিতীক্ষা, সংগ্রাম-সাধনা পৃথিবীর প্রতিটি আনাচে-কানাচে কর্মরত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অবিরাম অনুপ্রেরণা-উৎসাহ দিয়ে যেতে থাকবে! মহান রব অবশ্যই তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করবেন, ইনশাআল্লাহ...
ইসলামী সমাজ কায়েমে তার নিরন্তর প্রচেষ্টা আল্লাহ কবুল করুন এবং জান্নাতে দাখিল করুন ।
খুবই সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
খান ভাই তো উনার সন্ধান জানতেন। যাহোক, আপনার দু:খের সাথে শেয়ার করছি। জাযাকাল্লাহু খায়রান লেখার জন্য
না, আমি তার অবস্থান সম্বন্ধে জানতে পারিনি ।
আপনার পোস্ট পড়লাম । পড়লাম এর মন্তব্য-প্রতিমন্তব্যগুলোও । আপনার পোস্ট পড়ে নতুন অনেক কিছু জানতে পেরেছি । এর কাছে আমার পোস্ট খুবই ম্লান ।
জাজাকাল্লাহু খাইরান ।
আলহামদুলিল্লাহ.. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
প্রিয়জন বিদায়ের কষ্টের খবরটা পড়লাম, ফিরে গেলাম অনেক বছর আগের একদিনের স্মৃতিতে- কুতুব পরিবারের সাথে রুহানী পরিচয় প্রায় তিন যুগের কাছাকাছি- সেকথা আরেকদিন বলবো ইনশাআল্লাহ!
ঘুমানোর পরিকল্পনাটা বাদ দিতে না পেরে মনে কষ্ট নিয়েই ব্লগ থেকে উঠলাম!
এরপর ঐদিন আর সময় করতে পারিনি, কাল রাতে আমার নেটে সমস্যা ছিল- তাই ব্লগে/পোস্টে মন্তব্য করা হয়নি!
কিছু মানুষের জন্য দোয়ার ঝাঁপি স্বতঃস্ফূর্তভাবেই খুলে যায়- চলতে থাকে একটানা- কয়েকদিন, সপ্তাহ, মাস পেরিয়ে চলে- কখনোই থামেনা, থামার নয়!
আল্লাহতায়ালা কুতুব পরিবারকে জান্নাতের সর্বোচ্চ স্তরে রাখবেন এবং নাদেখেও যাঁরা তাঁদের লেখনি ও সংগ্রামী সাথীদের মাধ্যমে জেনে তাঁদেরকে ভালোবাসেন তাঁরাও যেন জান্নাতে সাথী হবার সুযোগ পান [ইনশাআল্লাহ]- রহমানুর রহীমের শাহীদরবারে এমন দাবী করে চলেছি!
মন্তব্য করতে লগইন করুন