আল্লাহর অভিশাপ ঐ সকল নারীদের উপর যারা কাপড় পড়েও উলঙ্গ থাকে

লিখেছেন লিখেছেন আমার স্বাধীনতা ২৫ মে, ২০১৪, ০৭:৪১:১৬ সন্ধ্যা



আজ কাল নারীদের এমন সব পোশাক পড়তে দেখা যায় এতে না হচ্ছে নারীদের লাভ না হচ্ছে সমাজের। নারীরাই যেন নিজেরাই নিজেদেরকে বাজারের পূ্ন্য করে নিয়েছেন।

এটার একমাত্র কারন হচ্ছে আমাদের নৈতিক শিক্ষার অভাবে।আজ কাল দেখা যায় মায়েরা বোরকা পড়ে বের হচ্ছেন কিন্তু মেয়েদের পড়াচ্ছেন টি-শার্ট। আর এসব পোশাক পড়ে বের হলেই হয় ইভটিজিং,ধর্ষন,খুন। একটি হাদিসে উলেখ্য আছে নারীরা যখন পর্দা উপেক্ষা করে বাহিরে আসে তখন শয়তান পুরুষদের চোখে সুসজ্জিত করে দেখায়।

যেসব মা-বাবা- সন্তানদের সঠিক শিক্ষা না দিবেন তাদের এটার জন্য জবাবদিহি করতে হবে পরকালে।

নবী করীম ( স: ) বলেছেন,আল্লাহর অভিশাপ ঐ সকল নারীদের উপর যারা কাপড় পড়েও উলঙ্গ থাকে।

আর এইসব কিছু থেকে নারীদের রক্ষা করতে পারে পর্দা

পর্দা (হিজাব) শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আবরণ বা অন্তরাল যাকে ইংরেজিতে বলে Curtain অথবা Cloak Covering the whole body.আর শরিয়তের পরিভাষায়,ইসলামের বিধান অনুযায়ী নারী-পুরুষ প্রত্যেকের জন্য নির্ধারিত অঙ্গ-প্রত্যঙ্গসমূহ ঢেকে রাখার নামই হিযাব বা পর্দা। নারী পুরুষ প্রত্যেকের জন্যেই পর্দা করা ফরজ।আর এই পর্দাই নারীকে দিতে পারে ইভটিজিং থেকে মুক্তি দিতে পারে সম্মান ।

পর্দা সম্পর্কে মহান আল্লাহ বলেন।

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। সূরা- নুর-৩০ও ৩১

হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং পরহেযগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতেরঅন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে। সুরা:আরাফ-২৬

অন্য একটি হাদিসে আছে, ইবনে মাসউদ (রা: ) হতে বর্ণিত, নবী করীম ( স: ) বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। সুতরাং তারা যখন ( পর্দা উপেক্ষা করে) বাহিরে আসে, তখন শয়তান তাদেরকে অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়। তিরমিযী

আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন।

বিষয়: বিবিধ

৩৩২৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226137
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
226139
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। সুতরাং তারা যখন ( পর্দা উপেক্ষা করে) বাহিরে আসে, তখন শয়তান তাদেরকে অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়। তিরমিযী

আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন। Praying Praying Praying
২৫ মে ২০১৪ রাত ০৮:৫৭
173152
শাহ আলম বাদশা লিখেছেন : পর্দা্র সম্পর্ক শুধু শরীরের সঙ্গে কিন্তু ঘরে বন্দীথাকার সাথে পর্দার সম্পর্ক নেই। নতুবা নারী সাহাবীরা যুদ্ধের সময়ও যুদ্ধের মাঠে যেতো কি?

আমাদের ভুল ধারণা-প্রচারণার জন্যই মুসলিম ও বাতিলরা ভয় পায় যে, ইসলাম কায়েম হলে ঘর থেকে বের হতে দেবেনা!!

আল্লাহ আমদের প্রকৃত ইসলামের জ্ঞান দিন।
226140
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck তবে মহান আল্লাহ কিন্তু পর্দার লক্ষ্যে দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পুরুষদেরকেই আগে নির্দেশ দিয়েছেন!
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
173133
আমার স্বাধীনতা লিখেছেন : হুম
Happy
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
226146
২৫ মে ২০১৪ রাত ০৮:০০
হতভাগা লিখেছেন : এসব বলতে বলতে বক্তার মুখে ফেনা উঠে গেছে এবং শুনতে শুনতে শ্রোতার কান পেঁকে গেছে ।

উলু বনে মুক্তো ছড়ানো হচ্ছে ।
226206
২৫ মে ২০১৪ রাত ১০:২০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আজ কাল দেখা যায় মায়েরা বোরকা পড়ে বের হচ্ছেন কিন্তু মেয়েদের পড়াচ্ছেন টি-শার্ট। .... ঠিক বলেছেন Loser Loser

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File