আপনার জাকাতের টাকা শিবিরকে দেন--শিবিরের জাকাত সংগ্রহের লিফলেটে বিতরণ করছে সারা দেশ জুড়ে-- Thumbs Up Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন আকবার ০৫ আগস্ট, ২০১৩, ১০:২৬:০৭ সকাল



শিবিরের জাকাত সংগ্রহের লিফলেটে উল্লেখ আছে, বর্তমান পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবির অতীতের যে কোনো সময়ের তুলনায় চরম সংকটে পতিত হয়েছে। হাসপাতালে চিকিৎসারত আহত ভাইদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, কারাগারে থাকা শিবিরকর্মীদের সহায়তা ও মামলা থেকে অব্যাহতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হলে থাকতে না পারা শিবিরকর্মীদের থাকার ব্যবস্থা করা শিবিরের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই এ বছর শিবির শুরু করেছে 'জাকাত সংগ্রহ ১৩' কার্যক্রম। এ কার্যক্রমে শিবিরকে জাকাত দিয়ে সহায়তা করে ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন।

শিবির শরিয়তের কোন খাতে এ অর্থ ব্যয় করছে_ জানতে চাইলে শিবির মহানগরী সাধারণ সম্পাদক নুরুল আমীন সমকালকে বলেন, 'আল্লাহর পথে জিহাদকারীদের জাকাত দেওয়ার ব্যাপারে কোরআনে সুস্পষ্ট বলা আছে।

বাকিটুকু এখানে পড়েন--

Click this link

যাক বাবা এতদিন জানতাম জাকাতের টাকা গরীবের হক-- আর এখন কি শুনছি-- যুগে যুগে আরও কত কিছু শুনতে হবে---

বিষয়: বিবিধ

২১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File