যদি পারেন লিংকের ব্লগ গুলিতে গিয়ে প্রতিবাদ করে ঈমানি পরীক্ষা দিন।
লিখেছেন লিখেছেন আকবার ০৩ জুলাই, ২০১৩, ০৩:৪২:৩৫ দুপুর
যারা ইসলামের কিছু হলে জ্বলে উঠেন নিছের দেওয়া লিংক গুলি ভিজিট করুন দেখি আপনারা কি করতে পারেন তাদের বিরুদ্ধে---Click this link
লিংক-২Click this link
আজকাল দেখা যায় টুডে ব্লগে কিছু হলে সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে অন্যের বিচার চয়ে পোষ্ট দেওয়া হয়-- আমার কথা হল আমরা কি শুধু টুডে ব্লগে ইসলাম নিয়ে কথা বললে যাপিয়ে পড়ে আমাদের নিকের বাহাদূরি কুড়াবো নাকি এর বাহিরে যে ব্লগ গুলিতে ইসলাম কে নিয়ে তুলো ধুনো করে তাদের প্রতিবাদ জানাবো --
যদি পারেন উপরের ব্লগ গুলিতা গিয়ে প্রতিবাদ করে ইমানি পরীক্ষা দিন। এই ব্লগ টা যে মুসলিম ব্লক সেটা আমরা সবাই জানি সেখানে দু একজন কিছু একটা বললে এভাবে যাপিয়ে পড়ার কি আছে?
আমরা পারি নি ইউটিউব থেকে নবীর বিরুদ্ধে প্রচারিত মুভিটি অপসারণ করতে।তাই বলে আপনাদের মধ্যে কেউ কি জোর গলায় বলতে পারবেন আপনি এখন ইউটিউব ব্যবহার করেন না--
সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ করে দিয়েছে ইসলাম সমর্তিত ব্লক বলে কিন্তু দেখেন আমার দেওয়া লিংকের মত আরও অনেক ব্লগ আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে সে গুলি কি সরকারের চোখে পড়ছে না-- পারলে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ঈমানি পরীক্ষা দেন।
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন