ভাবনার গুঞ্জরণ
লিখেছেন লিখেছেন রাবেয়া রোশনি ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৩:৩৯:৫০ রাত
ভাবনা, চিন্তা, কল্পনা জল্পনা আমাদের মনে প্রতিনিয়ত চলতে থাকে। আমরা কর্মে ব্যস্ত থাকি আর না থাকি ভাবনারা কিন্তু অহেতুক সময় নষ্ট করে না, অলসতা দেখায় না। ছুটে চলে বহতা নদীর মত। এক রাজ্য থেক অন্য রাজ্যে।
বরং আমরা অলসতা করে ভাবনা রাজ্যে একটার পর একটা আসতে থাকা ভাবনা গুলো কে স্তুপের ন্যায় চাপিয়ে রাখি। এতে করে আমাদের অনেক ভাবনা হারিয়ে যায় কালের অনলে। জং ধরে যায়। মুক্ত পাখি ন্যায় ডানা মিলে উড়ে বেড়ানো হয় না তাদের । ভাবনা মৃত্যু হয়।
সত্যি আপসোস হয় , কেন ভাবনা গুলো কে বাগানের ফুল গাছের ন্যায় সাজিয়ে রাখি না। আমরা হ্যাঁ আমরাই মালি হয়ে পরিচর্যা করে ওদের মাঝে সজিবতা নিয়ে আসতে পারি ! ওদের কে ভালোবেসে আগলে নিতে পারি । ডানা মিলে উড়ে বেড়াতে সহযোগিতা করতে পারি । যত্নআত্তি তথা পরিবর্তন ,পরিমার্জিত করে ভাবনা গুলোকে রং তুলিতে সুন্দর রুপে চিত্রায়িত করে তুলতে পারি । যা মানুষকে আনন্দ দিবে , অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে । স্বপ্ন দেখাতে সহযোগিতা করবে , ভাবাবে কিছুটা সময়।
আমরা প্রতিনিয়ত যা ভাবি তা আমাদের কর্মে পরিণত হয়। এমন টা না হওয়ার কথা যে আমরা ভাবি এক, আর করি অন্য কিছু। সে ক্ষেত্রে আমাদের ভাবনা গুলো যদি উওম এবং কল্যাণকর হয় তাহলে অবশ্যই তা আমাদের কাজে প্রভাব ফেলবে।নিজেকে নিয়ে ভাবার সাথে সাথে আশেপাশের মানুষদের নিয়ে চিন্তা করবে ,উনাদের সুখ দুঃখ হাঁসি কান্না গুলো আমাদের ভাবনার মাঝে চাপ পেলে যাবে ।
ভাবনার পরিচ্ছন্নতা অনেক জরুরী। সেই ক্ষেত্রে ভাল বইয়ের ছেয়ে পরিচ্ছন্ন বন্ধু আর কি হতে পারে! ভালো লেখক মাত্র তাঁর উৎকৃষ্ট চিন্তা গুলো বইয়ের মাঝে তুলে ধরেন । ভাল বই, আমাদের চিন্তা, জ্ঞানের যোগান দিয়ে ভাবনা রাজ্য প্রতিনিয়ত আলোড়িত করে। আমাদের কে জ্ঞানের আলোয় আলোকিত করে। নতুন নতুন বিষয়ে ভাবনার খোরাক যোগায় । এবং ভাবনা রাজ্যে ঘুরে বেড়াতে সহায়তা করে।
ও আচ্ছা আর একটা কথা বলা হয় নি ভাবনার লাগাম টেনে ধরতে হবে সময় বুঝে। ধরুণ যখন আমাদের ভাবনা গুলো পাপের দিকে নিয়ে যায় কিংবা অকল্যাণ বয়ে আনে, তখন অবশ্যই লাগাম টেনে ধরা উচিৎ। প্রভুর নিকট এই দুয়াই করি ভাবনা গুলো যেন সদা সর্বদা সত্য ,সুন্দর আর কল্যাণের জন্য হয় । আমীন।
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবনা তুলেছে পিহু গুঞ্জরণ
মনেতে ঢেউ তুলেছে স্বপন
তুলে নিয়ে মুক্তো সংগোপন
সাজিও ছোট্ট স্বপ্নীল ভুবন......
মনে চলে ভাবনার চাষবাস
গড়ে তোল শুদ্ধতার আবাস
করো না তাদের হাতছাড়া
বেড়িয়ে আসুক বাঁধনহারা.........
আল্লাহ্ আপনাকে উওম প্রতিদান দান করুন আমীন
লিখা কিন্তু পড়িনাই এখনও
ফিনিশিংটা অত্যন্ত সুন্দর হয়েছে। কিছু বিষয় আছে
সাধারণত তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়না, তেমনি একটি বিষয় চিন্তা ভাবনা, আপনার প্রাঞ্জল উপস্থাপনা আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে।
ভাল থাকুন আল্লাহ আপনার মঙ্গল করুন।
অনেক অনেক ধন্যবাদ
কেমন আছ আপু তুমি? অনেক অনেকদিন পর আবার তোমার দেখা পেলাম? কি নিয়ে ব্যাস্ত এত?
মন্তব্য করতে লগইন করুন