সত্য শিখার আলো
লিখেছেন লিখেছেন রাবেয়া রোশনি ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৩:৫১ সন্ধ্যা
সত্যের পথে চলতে গেলে
অনেক বাঁধা আসে
তাই বলে তুমি
থেমে থেকো না
মিথ্যা কে ভয় করে ।।
অন্যায়ের সাথে কর না
আপোষ যত দিন
প্রাণ থাকবে দেহে ।।
পাপের ওই প্রাচীর ভেঙ্গে
দিকে দিকে ছড়িয়ে দাও
সত্য শিখার আলো ।।
বিষয়: সাহিত্য
১৩৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন