সাহাবাগ এর মেগা সিরিয়াল এবং ছাত্রলীগ ও পুলিশি বর্বরতা
লিখেছেন লিখেছেন যুক্তিহীন মুক্তবাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১৬:২৯ রাত
সাহাবােগ চলছে মেগা সিরিয়াল প্রদর্শনী। উঠতি বয়সী ছেলে মেয়েদের অশ্লীল উদ্দাম নৃত্য আর আলিঙ্গন। বিশেষ দলীয় সঙ্গীত, ফ্যাসিবাদের চুড়ান্ত আহবান, খিচুড়ী বিতরন, ঘন্টা ওয়ারী অবস্থান মজুরী আর মজমা জমানোর জন্য সীমান্তের ওপারের মহাপ্রসাদসম অমৃত পানীয়। আমার ধারনামতে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম মঞ্চ নাটক যেখানে নােট্যাপভোগের সাথে সাথে গরম খিচুড়ী খাওয়া এবং সেই সাথে নগদ কিছু পাওয়া ও যাচ্ছে।
কিন্তু এই নাটকের প্রতিপাদ্য কি? এই নাটকের অভিনেতা অভিনেত্রী কারা? কারাই বা এসবের পৃষ্ঠপোষকতা করছে? এত বিশাল নাটকের বাজেট কোথা থেকে আসছে? যুক্তির খাতিরে যদি ধরে নেই তারুন্যের উচ্ছাস আর বাধ ভাঙ্গা আবেগ দিয়ে একটা দিন কোন রকম চালিয়ে যাওয়া গেল। কিন্তু আজ যে দশম-একাদশতম দিন চলছে। জানতে চাইল তাদের একজন বললেন, "ঈশ্বর" সবকিছুর যোগান দিচ্ছেন। তারপর এমন যোগান দানকারী একজন ঈশ্বরের দেখা ও মিলল যিনি নিজ হাতে টাকা দিচ্ছেন। তার কিছু পরে ঈশ্বরকে দেখা গেল নিজস্ব নির্দলীয় ব্যানারের সামনে পোজ এবং সর্বশেষ তরুনদের এই মঞ্চে দীক্ষা মন্ত্রনামূলক বক্তৃতা দিতে। এতে করে সচেতন দর্শকের নানান প্রশ্নের মধ্যে একটার হয়তো জবাব পাওয়া গেলো। শুরু থেকেই দেশের বিবেকবান মানুষের মনে নানান সন্দেহ সেই সাথে ফ্যাসিবাদ এবং গৃহযুদ্ধের আশঙ্কা। আজ স্বাধীনতার ৪২ বছর পর এই নাটক এতোটা গুরুত্বপূর্ন কেনো হয়ে পড়লো তার জবাব কেউ িক দিবেন? এই আন্দোলন কার বিরুদ্ধে এবং কেন? দেশের ১৬ কোটি মানুষের মধ্যে যারা শতভাগ আওয়ামী যন্ত্রাংশে তৈরী তাদের মধ্য থেকে বেছে বেছে গুটি কয়েক লোক দিয়ে গঠিত ট্রাইব্যুনাল সরকারের লিখে দেওয়া রায়টা মাত্র ঘোষনা করল। যেখানে সরকার নিজে কিছু উচ্ছিস্টভোগীদের গিয়ে মামলা সাজিয়ে ফ্যাসিবাদের ষোল কলা পূর্ন করে তাদের চিরশত্রুদের বিরুদ্ধে রায় দিল আবার তাদেরই চেলা চামুন্ডারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করল। লালবাহিনী, রক্ষীবাহিনী আর বাকশালের নব্য সদস্যরা দেশের কিছু যুব সমাজ কে বিভ্রান্ত করে আজ সাহাবাগে নাটক মঞ্চস্থ করেছে। এতে প্রমানিত হয় সরকার সমন্বয়হীন। আজকে যারা একদিকে মিথ্যা নাটক সাজিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসিতে ঝুলাতে মরিয়া অন্য দিকে তাদেরই প্রত্যক্ষ মদদ এবং অংশ গ্রহনে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী নৈরাজ্য আর হত্যাযজ্ঞ চালাচ্ছে একই আদালতে মানবতা বিরোধী এতসব অপরাধের বিচারের মুখোমুখি হবে কিনা তারা কি কখনো ভেবে দেখার অবসর পাবেন? সচেতন যুব সমাজ জবাবের প্রতিক্ষায় থাকবে।
বিষয়: বিবিধ
২২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন