“যুদ্ধাপরাধীর চেয়ে ধর্ম অবমাননাকারী দ্বিগুণ অপরাধী"

লিখেছেন লিখেছেন ক্ষণিকের অতিথি ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১২:৪৪ বিকাল



'হেফাজতে ইসলাম বাংলাদেশ' -এর নেতারা বলেছেন, শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের যে দাবি তোলা হয়েছে তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু যারা ইসলাম ধর্মকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন, তাদের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে।

ইসলাম অবমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “যুদ্ধাপরাধীর চেয়ে ধর্ম অবমাননাকারীরা দ্বিগুণ অপরাধী। সরকার যদি আমাদের দাবি-দাওয়া না মানে তাহলে হরতাল ও লংমার্চের মত কঠোর কর্মসূচি দেয়া হবে।” তথ্যসূত্র

যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আড়ালে মুসলমানদের বিরুদ্ধে অবস্থানকারী ব্লগারদের ততপরতা বন্ধ না হলে দেশের সাড়ে চার লাখ মসজিদ থেকে আগামী শুক্রবার বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে আলেমদের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বিষয়: রাজনীতি

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File