স্বাধীনতার উপর অশুভ কালো মেঘের ছায়া ।

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ২৬ মার্চ, ২০১৩, ০৮:৪৪:৪৮ রাত

মাগো ৭১ এ নিরীহ মানুষ গুলোর উপর নির্বিচারে গুলি চালিয়েছিল হায়নার দল । আজও ওই ভয়ঙ্কর থাবা মাঝে মাঝে দেখা দেয় এবং ভর করে মানুষ রুপি পশু দের প্রেতাত্মা আরও কতগুলো পশুদের মাঝে। মাগো তুমি বলেছিলে, বাবা আমার যুদ্ধে গেছে স্বাধীনতা নামক এক অমূল্য রত্ন আনার জন্য । বাবা আমার বীরের বেশে অসীম সাহসিকতায়ে যুদ্ধ করে নিজের তাজা রক্ত বিলিয়ে স্বাধীনতাটা তোমার জন্য রেখে গেছে। রেখে গেছে তোমার ছেলে মেয়েদের জন্য তারা যেন স্বাধীনতাটাকে বুকে জড়িয়ে ধরে রাখে।

মাগো আজ আমরা অসহায় , আমাদের স্বাধীনতা টাকে কেঁড়ে নেওয়ার জন্য চক্রান্ত চলছে , অশুভ কালো মেঘের ছায়া বিচরণ করছে স্বাধীনতার উপর । তারা ভাবছে আমরা কিছু বুঝি না , আমাদেরকে তারা বারবার বিভ্রান্ত করছে ,বোকা বানাচ্ছে । আমরা দেখে ও না দেখার বান করছি কারণ আমরা চাই শান্তি তে বসবাস করতে,আমরা চাই মিলেমিশে বাস করতে।

মাগো তারা আমাদের কে বিভক্ত করতে চায় । আমাদের মেধা শূন্য করতে চায়, অপ সংস্কৃতি দিয়ে আমাদের যুব সমাজকে অন্যায়ের দিকে পতিত করতে চায় । আমাদের শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নানা অপকর্ম দারা কুল-শিত করে মেরুদণ্ড ভেঙ্গে দিতে চায় । ওরা আমাদের সুখের সংসারে আগুন দিয়ে দুঃখের সাগরে নিক্ষেপ করেছে ।তাও আমরা শান্তির আশায়ে চুপচাপ সহ্য করে নিচ্ছি তাদের সকল অপকর্ম ।

মাগো আমাদের চুপচাপ সহ্য করা টাই কি আমাদের ভুল! তারা আমাদের কে দুর্বল ভাবছে। না আমরা দুর্বল হব কেন। আমরা তো সেই বাপের সন্তান যারা বন্দুকের নলের মুখে অস্বীকার করেনি স্বাধীনতার ইচ্ছা কে ।যারা ৯ মাস অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে ছিনিয়ে এনেছে স্বাধীনতা টা কে ।

যারা স্বপ্ন দেখেছে এক সোনার বাংলার, যেখানে থাকবে না কোন মারামারি হানাহানি, অন্যায় অবিচার,জুলুম নির্যাতন, সকল জাতি গুষ্টি থাকবে ভাত্রিত্তের বন্ধনে ।

মাগো আমরা স্বাধীন দেশের নাগরিক ,আমাদের উপর কোন অন্যায় আমরা মাথা পেতে নেব না । কোন পুশু রুপি হায়নার স্থান নাই এই বাংলার মাটিতে । ৭১ ও হয় নাই এখনও হবে না । আমরা এখনও আশায়ে চেয়ে থাকি হয় তো বা তারা সকল ভুল শুধরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাকে গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে ।

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File