ভাবনা আমার শিকল বন্দী!!

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ২২ মার্চ, ২০১৩, ১২:২৩:০৬ রাত



ভাবনা ১ -

প্রত্যেক দিন ভাবি আজকের দিন টা নতুন করে শুরু করব। আজকের সকাল টা হবে নতুন এক সকাল যে সকালের সূর্য টা উঠবে শান্তির বারতা নিয়ে ।আমার পথচলা হবে নতুন দিগন্তের পথে । যে নতুন পথের স্রষ্টা হব আমি।আমি বদলে দিব এই সমাজটাকে ,সমাজের সকল ময়লা আবর্জনা গুলকে পরিষ্কার করে চকচকে করব এই আমি। আমার ভাবনা গুলো,আমার চিন্তা গুলো বিলীন হতে যেন বেশি সময় নেয় না। তারা যেন আমার থেকে পালিয়ে বাছতে পারলেই তাদের বড় সার্থকতা ।আমার সারা দিনের বিভিন্ন প্রতিবন্ধকতাই আমার আশা,ভাবনা গুলো কে শিকল পরিয়ে রেখেছে।

ভাবনা২-

প্রতি দিন রাত হলে ভাবি আজ থেকে বাংলাদেশের কোন সংবাদ পত্র ,কোন ইলেকট্রিক মিডিয়ার খবর দেখবনা। আমি কেন আমাদের দেশের এই সব নোংরা খবর (নোংরা বললাম এই জন্য খবর এর পাতা উলটালেই শুধু খুন ,ধর্ষণ , মারামারি, ছিনতাই ,রাহাজানি ,এই সবের খবর আর এখন আবার নতুন করে অ্যাড হয়েছে রাজনীতির নোংরা কাঁদা ছোড়া ছুড়ি ) জানব । আমি জানতে চেষ্টা করব ডঃ ইউনুছ এর পর বাংলাদেশের কে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন তালিকায়ে আছে। সাকিব আল হাসান রা বিশ্ব কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ কে কত রানে হারিয়েছে । আমাদের মহাকাশ যান মঙ্গল অভিযানে প্রেরণ করছে কোন দিন। না , আমি এই সব না দেখে দেখছি কিছু সাংবাদিক খ্যাত মিথ্যাবাদীর কলম চলছে অবিরত। তাদের মিথ্যা রিপোর্ট এ কলঙ্কিত হচ্ছে সভ্য মানুষ সভ্য জাতি। খাট করা হচ্ছে মেধাবী সব জাতির কর্ণধারদের । তাদের আধা শিক্ষিত মার্কা কথা মানুষ কে মুখস্থ করানো হচ্ছে প্রতিনিয়ত । জাতি কে তারা তাদের কলমের জাদুর শক্তিতে বিভক্ত করে দিচ্ছে । তারা আজ কুড়ে কুড়ে শেষ করছে ১৮ কোটি মানুষের এই বাংলাকে। আমি তাই তাদের এই অপকর্মকে ধিক্কার দিয়ে তাদের থেকে দূরে থাকার ভাবনায়ে নিজেকে শামিল করি ।কিন্তু না, নতুন কোন খবরের আশায়ে নিজের ভাবনা গুলো কে বিসর্জন দিয়ে আবার ও খবরের পাতা উলটিয়ে যাই । পারছিনা নিজের মনের বিরুদ্ধে নিজে জিহাদ ঘোষণা করতে ।

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File