বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পশু পাখিদের প্রতিবাদ কর্মসূচি!!

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ০৪ মার্চ, ২০১৩, ০১:৫৬:১৩ দুপুর



বাংলাদেশের সুন্দরবনের মধ্যে পশু পাখিদের মিটিং ডাকা হয়েছে ,মিটিং এর সভাপতি হচ্ছেন বাঘ । মিটিং এ উপস্তিত আছেন শিয়াল পন্ডিত ,হরিন,বানর ,খরগোশ ,কাক, বক, ময়না, টিয়া, শালিক ,কাঠবিড়ালি সহ বনের সব পশু পাখি রা । সুন্দরবনের প্রধান বাঘ এই মিটিং ডেকেছে ,মিটিং এর স্থল কানায় কানায় ভরপুর । মিটিং শুরুতে শিয়াল স্বাগতিক বক্তব্যে মিটিং এর কারণ ও উদ্ধেশ্য সকলের কাছে পেশ করছে । প্রিয় পশু পাখি ভাই ও বোনেরা ,আমরা আজ সবাই মিলিত হওয়ার কারণ টা হচ্ছে আমাদের পশু পাখি সমাজের উপর যখন কোনো মনুষ্য সমাজ অন্যায়ে ভাবে শিকার করে ,তখন কিছু মনুষ্য সমাজ মানব বন্ধন মিছিল মিটিং করে ,তাদের মিডিয়া গুলো আমাদের পক্ষে সরব থাকে । তাদের কেউ কেউ আমাদের জন্য ভাবতে ভাবতে রাতের ঘুম হারাম করে ফেলে । আজ সেই বাংলার মনুষ্য জাতি তাদের আরেক জাতি দ্বারা আক্রান্ত হযেছে ।নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে তাদের হাজার হাজার মানুষ কে ,হতাহতের শিকার হচ্ছে তাদের অনেক মানুষ ।তাদের তৈরী মনুষ্য মিডিয়া গুলো দেখেও না দেখার বান করছে ,চুপচাপ থেকে কোনো এক মনুষ্য পক্ষ কে খুশি করছে । তা দেখে আমরা পশু পাখি জাতি চুপ করে বসে থাকতে পারি না ,শত হউক আমরা শান্তি প্রিয় জাতি ।আমাদের একটা বিবেকের তাড়না আছে ,সেই কথা বলার সাথে সাথে সবাই বলে উঠলো ঠিক !!ঠিক !!এবং সবার মধ্যে কানা বুশা চলছে একে অপরের সাথে ফিসফিসিয়ে কি যেন বলল সবাই ।মধ্য খান থেকে কাঠবিড়ালি বলে উঠল ,তা হলে আমরা কি করতে পারি !আমাদের তো কোনো মিডিয়া নেই বা তাদের মত কোনো রাস্তাও নেই যে খানে আমরা মানববন্ধন করতে পারব ! এর মধ্যে শিয়াল বলে উঠল আমাদের যা আছে তা দিয়ে আমরা এই হত্যার প্রতিবাদ করব ।হরিন বলল শিয়াল ভায়া খোলে বল কি ভাবে প্রতিবাদ করব। বাঘ ও হরিনের কথার সাথে স্যয় দিল !শিয়াল বলল আজ রাতে সারা বাংলার শিয়াল সমাজ হুক্কা হুয়া করে সারা রাত ডাক দিবে এবং হুক্কা হুয়ার আওয়াজের মাধ্যমে বাংলার মানুষ হত্যার প্রতিবাদ করবে ।আর সকালে সকল পশু পাখি রা তাদের কিচিরমিচির শব্দে প্রতিবাদ করবে। আর সকালের সূর্য যখন আলো ছড়াবে তখন সকল পাখি বিশেষ করে কাকেরা যারা মানুষ হত্যার নির্দেশ দিয়েছে এবং যারা হত্যা করছে তাদের মাথায়ে মল ত্যাগ করবে । বিকালে সকল সাদা পায়রা রা শান্তির প্রতিক হিসাবে সারা বাংলার আকাশে বিচরণ করবে।এই হচ্ছে আমাদের আগামী কালকের কর্মসূচি আর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে কালকের মিটিং এ এই বলে শিয়াল তার বক্তব্য শেষ করল।

বাঘ ও সবাই কে কাধে কাধ মিলিয়ে মনুষ্য সমাজের নিষ্ঠুরতার প্রতিবাদ করে পশু সমাজের দ্বায় মুক্তির আহবান জানিয়ে মিটিং শেষ করল।

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File