৪৪ টা প্রাণ যায় নি,তারা সতর্ক করে গেল মাত্র !!!!

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫৭:৪৫ সন্ধ্যা

সারা দিন কান্না করতে করতে এখন আর কান্না আসছে না , কান্না এখন ক্ষোভে পরিনত হয়েছে । আমি আর চোখের জল ফেলবনা । আমার চোখের জল এখন আমাকে ধিক্কার দিচ্ছে!একেক ফোটা চোখের জল পরিনিত হয়েছে একেক টা ঘৃণার আস্ফালন ।৪৪ জন মানুষের মৃত্যু আমার মনকে পাথরে পরিনিত করেছে । আমি আর এই দেশ কে ভালবাসী না।আমার দেশ প্রেম আজ পুলিশ নামক সরকারী গুন্ডারা শেষ করে দিয়েছে । তাদের বুলেট গুলো আমার টাকায়ে কিনা , আর বুলেট গুলা বিদ্ধ করছে আমার ভাইয়ের বুকে । আমি এখন আর চোখ রাঙ্গানী কে ভয় পাব না । আমার প্রতিবাদ আমি করেই যাব ।আমি আমার সব টুকু ঘৃনা তাদের জন্য দিয়ে দিলাম ,আমি আমার সবটুকু ধিক্কার তাদের কে দিয়ে দিলাম যারা আজ ৪৪ টা তাজা প্রাণ নিয়ে নিল ।৪৪ টা প্রানের বিনিময়ে ও কি মানবাধিকার কর্মী রা জাগ্রত হবে না?৪৪ টা প্রাণের বিনিময়ে ও কি সরকারের গোড়ামির প্রতিবাদ করবেনা এই মিডিয়া ?৪৪ টা প্রাণের বিনিময়ে ও কি মানুষের চোখ খুলবে না ?আর কত প্রাণ গেলে আপনারা সজাগ হবেন ? এই ৪৪ টা প্রাণ যায় নি,তারা সতর্ক করে গেল মাত্র !সাবধান করে গেল এই জাতি কে এই জাতির যদি এদের থেকে শিক্ষা নিতে না পারে টা হলে সামনে আছে অশনি সংকেত ।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File