আশরাফুল আশার ফুল না ফুটিয়ে করিল ভুল ।
লিখেছেন লিখেছেন সাদা পায়রা ০৯ জুন, ২০১৩, ০১:২১:২৬ রাত
অপরাধ করে দিব্বি দেশ প্রেমিকের উপাধি পাওয়া যায় এই দেশে। কেউ কেউ আবার চুরির টাকা সহ ধরা খেয়ে এখনো সিনা টান টান করে কথার খই ফোটাচ্ছে নিয়মিত। ।আবার কেউ কেউ চুরি করে ভবিষ্যতের হর্তা কর্তা হওয়ার সময়ের অপেক্ষায় থাকে। তারা হাজার হাজার টাকা চুরি করে ধরা খেয়েও ধরা ছোঁয়ার বাহিরে থাকে। চুরি করা অপরাধ! সেটা ডিম চুরি হউক কিম্বা পাহার সমান অর্থ চুরিই হউক । চুরি মানি ই চুরি !!!! যে দেশে পাহাড় সমান অর্থ চুরি করে ধরা খেয়েও বহাল তবিয়তে থাকে। সে দেশে আশরাফুলের মত ছিস্কা বেইমানের জন্য মায়া কান্না করা টা আমার জন্য সমীচীন নয় বলে আমি মনে করি । কিন্তু আশরাফুল যে হেতু দেশের সাথে বেঈমানি করে আবার দেশের মানুষের কাছে নত হয়ে ক্ষমা চেয়েছে, তাই তার শাস্তি কিছুটা কম হওয়া প্রয়োজন বলে মনে করি। শাস্তি কম হওয়ার পক্ষেও আমি ছিলাম না। আমি দৃষ্টান্ত শাস্তির পক্ষে । অনেক ভেবে চিন্তে চিন্তা করলাম। যে দেশের বড় বড় বেইমান, চুর , ডাকাত দের বিচার হয় না, সেই দেশে আশরাফুলের বড় ধরণের শাস্তি তার প্রতি অবিচার করা হবে। তাই তার উপর শাস্তি কম হওয়ার পক্ষে আমি।তার মানি এই নয় যে একদম মা মলিন শাস্তি হওয়ার পক্ষে।
আমি অবাক হচ্ছি যখন দেখি যারা জাতির সাথে বেঈমানি করে তাদের পক্ষ নিয়ে কেউ কথা বলে বা বেঈমানদের পক্ষ নিয়ে মানব বন্ধন করে । তারা কি একটুর জন্য ও চিন্তা করল না সে আমাদের বিশ্বাসের মাঝে চিড় ধরিয়েছে ।তার পক্ষ নিয়ে কেন মানব বন্ধন করব । আজ যদি ওর মত বেইমানের শাস্তি না হয় তা হলে আরও অনেক খেলোয়াড় আমাদের বিশ্বাসের সাথে বেইমানি করবে। আমরা আমাদের খেলার জগতে সকল বিশ্বাস ঘাতকদের চিহ্নিত করে তাড়া তাড়ি অপসারণের জন্য মানব বন্ধন করতে পারি । আমাদের খেলার জগত হউক নোংরা কাঁধা মুক্ত। আমাদের খেলোয়াড় রা হউক আমাদের দেশের লাল সবুজের প্রতিনিধিত্ব কারী । তবে চুর ডাকাত বেঈমানের প্রতিনিধিত্ব কারী নয় ।
বিষয়: বিবিধ
১৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন