আব্বার দেশে ফেসবুক ইউজ করার নিয়ম । Not Listening Not Listening Not Listening

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ২০ মে, ২০১৩, ০৩:১৫:১৬ রাত



আব্বার দেশে ফেসবুক ইউজ করতে হলে এই কয়েক টা নিয়ম মেনে চলতে হবে।

১ . প্রতিদিন আব্বার গুন কৃত্ত করে একটা স্ট্যাটাস দিতে হবে।

২. আব্বার ছবি সবার প্রোফাইল পিক হিসাবে দিতে হবে।

৩. আব্বার স্বপ্ন গুলো টাইম লাইনে নোট আকারে দিতে হবে।

৪. আব্বার বিরুদ্ধে কেউ কোন কথা বললে ফিল্টার মেশিনে আটকিয়ে ফেবু আইডি ব্লক করা হবে।

৫. আব্বার নাম নিয়ে কিছু লিখতে হলে দাঁড়িয়ে কি বোর্ড ইউজ করতে হবে।

আর এই নিয়ম গুলা না মানলে ফেবু আইডি ঘ্যাঁচাং। জয় বাংলা, ফেবু আইডি সামলা।



ফেসবুক বন্ধ করা যায়। বিভিন্ন গন মাধ্যম বন্ধ করা যায়। হুমকি ধমকি দিয়ে মানুষের কার্যক্রম কে প্রতিহত করা যায়। শাসিয়ে মানুষের প্রতিবাদ কে স্তব্ধ করা যায়। গুলির মুখে মানুষ কে তার চিন্তার প্রকাশে বিগ্ন ঘটানো যায়, বিভিন্ন আন্দোলন কে স্তব্ধ করা যায়। কিন্তু মানুষের মন থেকে কি ঘৃণার মেঘ সরানো যায়, যায় না। মানুষ কে ভালবাসার মিষ্টি খাওয়ানো যায়, যায় না।পঞ্জিবিত মেঘের ঘৃণা কখন যে বজ্র আঘাতে আঘাত হানে তাই এখন দেখার বিষয়। প্রতিটা সেকেন্ড , প্রতিটা মুহূর্ত কাটছে এক গবীর সঙ্কটে। আর ভাবছি কবি ফররুখ আহমেদের মত করে।

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী!

এখনো তোমার আসমান ভরা মেঘে

সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে।

তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে

অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি

রাত পোহাবার কত দেরী পান্জেরী!

বিষয়: বিবিধ

২৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File