“প" না “ফ” অথবা “ফ” নাকি “প” দুই টাই একই উচ্চারণ।

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ০৮ এপ্রিল, ২০১৩, ০২:৪০:৪১ রাত

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা বিভিন্ন। অঞ্চল ভেদে মানুষের ভাষার এই তারতম্যের জন্য অনেক মানুষ কে হয় তো তার বন্ধু বান্ধবদের কাছে অনেক সময়ে লজ্জা পেতে হয়েছে । লজ্জা পাওয়ার কথা এই জন্য বললাম বন্ধুরা যখন কোন কিছুর মাঝে সামান্য অসামঞ্জস্য পায় তবে তো রে.........। । সারাক্ষণ ভাষার ওই অংশ টুকু নিয়ে টিটকারি করা আর ও কত কি । যেমন আমাদের কুমিল্লার মানুষের “প”কে “ফ” অথবা “ফ” কে “প”এর উচ্চারণের একটা প্রভাব লক্ষ করা যায় । তেমনি এক দিন আমার এক বন্ধুর ভাবি পায়েশ রান্না করে আমাদের জন্য পাঠাল। আমি আর আমার কাজিন থাকতাম তাদের বাসার নিছের ফ্লাটে । সেই দিন আবার আমার কিছু বন্ধুও ছিল আমাদের সাথে। তাদের সাথে ছিল যার ভাবি সেই বন্ধু টাও। তো পায়েস সবাই মিলে খেলাম । এর মধ্যে আমার কাজিন বলে উঠল “---- এর ভাবির “ফাক” তো সেই রকম মজা “ যেই এই কথা বলা অমনি দেখি সবাই মিট মিটিয়ে হাসছে । কেও আবার চাপা হাসি ধরে রাখার জন্য ঘর থেকে বাহির হয়ে যায় । এই খানে বলে রাখা ভাল আমার কাজিন টা ছিল আমাদের সবার ৪-৫ বছরের সিনিয়রর । সেই দিন হয় তো আমার কাজিন ওই ঘটনাটি বোঝে নাই । কিন্তু আমাকে আমার বন্ধু দের আক্রমণ বর্শার মত পিঠে বিধতে বিধতে এখন সয়ে গেছে। তারা সবসময়ে অপেক্ষায়ে থাকে মধুর সেই সন্ধিক্ষণটির জন্য কখন আমিও “প”কে “ফ” এবং “ফ” কে “প” বলব এবং আমার উপর দুষ্টুমির বর্শা নিক্ষেপ করবে। যদিও আমি ওই মুহূর্তটাকে খুবই উপভোগ করি।

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File