মুক্ত চিন্তায় নাস্তিক না হয়ে যেন হয় আস্তিক ।

লিখেছেন লিখেছেন সাদা পায়রা ০৭ এপ্রিল, ২০১৩, ০১:৫২:৩৬ রাত

মুক্ত চিন্তার মানুষ গুলো আজ সমাজে বিষ ফোড়া হয়ে গজাচ্ছে । তাদের চিন্তার বেরা ঝালে মানুষ কে মহনীয় ভাবে আকর্ষণ করছে । তাদের স্বল্প গোঁড়ামি জ্ঞান ধারা যুক্তি তর্ক বিহীন তর্কে লিপ্ত হয়ে সাধারণ মানুষ কে ধোঁকা দিচ্ছে ।মুক্ত চিন্তার দৃষ্টান্ত দেখিয়ে রাতারাতি হিরো হওয়ার স্বপ্নে তরুণ প্রজন্মকে ধাবিত করছে ।প্রেম ভালবাসার গল্প শুনিয়ে আজ তাদের দল ভারি করছে।শিশুদের কল্প কাহিনীর মাঝে ডুবিয়ে রেখে নাস্তিক্য বাধের সূচনা করছে। আজ মুক্ত চিন্তার মানুষ গুলো তাদের কে সঠিক বলে উপস্থাপন করে সহজ সরল মানুষ দের সস্তা জনপ্রিয়তা আদায়ে ব্যস্ত । তাদের মুক্ত চিন্তা বলতে অপরের অনুভূতিতে আঘাত , যা ইচ্ছা তাই চিন্তা করা । মুক্ত চিন্তা বলতে ভুলের মাধুরী মিশিয়ে সত্য কে মিথ্যা এবং মিথ্যা কে সত্য বলে যা ইচ্ছা তাই চিন্তা করা। তাদের মুক্ত চিন্তা বলতে অন্যকে মিথ্যা কালিমা মাখিয়ে চরিত্র হননের দৃষ্টান্ত স্থাপন, নিজের চিন্তার স্বাধীনতা কে বিসর্জন দিয়ে নোংরামির শিকলে আবদ্ধ হওয়া । মুক্ত চিন্তা বলতে চিন্তা শক্তির কল্পনার জগত কে হার মানিয়ে মিথ্যা নাটক মঞ্চস্থ করা। মুক্ত চিন্তায়ে চিন্তিত হয়ে নিজের অস্থিত্ত কে অস্বীকার করা। তাদের মুক্ত চিন্তা বলতে সৃষ্টির স্রস্টাকে ক্রমাগত আঘাত করে তার কৃতিত্ব কে প্রশমন করা । মুক্ত চিন্তা বলতে বিরুদ্ধচারন প্রতিষ্ঠিত ধর্মগুলোর বিরুদ্ধে। তাদের মুক্ত চিন্তা বলতে অবাধ ও অনৈতিক বিষয় গুলকে বৈধতা দেয়ার অপচেষ্টা। এই সব মুক্ত চিন্তার নাস্তিকতা আমরা চাই না। নাস্তিকতা আল্লাহ কে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।আমরা মুক্ত চিন্তার আস্তিক হতে চাই। এই সব মুক্ত চিন্তার অনুসারী হতে আমরা চাই না । আমরা চাই আমাদের চিন্তার একটা সীমা থাকবে। আমাদের সকল কাজের জবাবদিহিতা থাকবে, থাকবে ধর্মীয় রীতি নিতি । আমাদের চিন্তার প্রসার হবে জ্ঞান বিজ্ঞান, ধর্ম,চিকিৎসায়ে । আমাদের চিন্তা মুক্ত হবে দুশ্চিন্তা নামক অস্তিত্ব থেকে। আমাদের চিন্তা মুক্ত পাখির মত বিচরণ করবে হিংসা বিদ্বেষ, লোভ লালসা, মারামারি হানাহানির অপচিন্তা থেকে। মুক্ত চিন্তা নামক জ্ঞান পাপী থেকে দূরে থেকে সত্য জ্ঞান এর অনুসারী হতে চাই। আমরা মুক্ত চিন্তার অধিকারী হতে চাই ইউরোপ আমেরিকার ওই সকল ভাই বোনদের মত যারা তাদের চিন্তা কে প্রসারিত করে তাদের নিজ ধর্ম কে ত্যাগ করে দলে দলে ইসলামের আলোয়ে আলোকিত হয়েছেন। মুক্ত চিন্তার অধিকারী নামধারী ওই সব নাস্তিকদের বলছি , চিন্তাকে মুক্ত করেছেন ঠিক আছে তবে তা যেন হয় সকল পাপাচার মুক্ত চিন্তা চেতনা । তবে নিজের কোন ভ্রান্ত চিন্তা থাকলে তা প্রকাশ না করে চুপচাপ আরও চিন্তা করতে থাকেন ,দেখবেন ভাল কোন চিন্তার ফসল আপনার মস্তিষ্ক থেকে বের হয়েছে।

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File