ঝড়ের তাণ্ডব আঘাত হেনেছে জাহাজে।
লিখেছেন লিখেছেন সাদা পায়রা ০৬ এপ্রিল, ২০১৩, ০২:৪২:০২ রাত
চারদিকে মেঘের গর্জন,ঝড়ের তাণ্ডব লীলায়ে মত্ত প্রকৃতি। সমুদ্রের ঢেউ আঁচড়ে পরছে গন্তব্য বিহীন এই জাহাজে। জাহাজের নাবিকেরা অসহায়ে ছুটাছুটি করছে দিকবেদিক । মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো আলো তে জাহাজের অসহায় মুখ গুলো দেখা যাচ্ছে। ভয়ে তটস্থ হয়ে আবোল তাবোল বকছে। সবাই এখন তার প্রভু কে স্মরণে ব্যস্ত । মুখ থেকে অবিরাম ক্ষমা চাওয়ার গুঞ্জনে একাকার মেঘ ও সাগরের গর্জনের সাথে । ঝড়ের কয়েক মিনিট আগেও অবিরাম চলছিল নীতি বর্জিত কাজ। প্রভুর সমালোচনায়ে মত্ত থাকা ছিল নিয়মিত । মস্তিষ্ক বিকৃত ক্যাপ্টেন জাহাজ কে চালাচ্ছিল তার খেয়াল খুশি মত । মানছিল না কোন ঝড়ের পূর্বাভাস। জাহাজের নাবিকেরাও তার খেয়াল খুশি কে প্রাধান্য দিয়ে চুপচাপ আনন্দ পূর্তিতে মসগুল ছিল। ঝড় চলছে তার আপন গতিতে। নতুন উদ্দীপনায়ে মাত্রা পরিবর্তন করে চলছে ঝড়ের তাণ্ডব।
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন