নিহত শ্রমিকদের ক্ষতিপুরন প্রদানের দাবী যুক্তরাজ্যের প্রাইমার্কে

লিখেছেন লিখেছেন শহর ইয়ার ২৭ এপ্রিল, ২০১৩, ১১:৪০:৫৫ রাত

সাভারে ধ্বসে যাওয়া পোশাক কারখানায় নিহতদের পরিবারকে ক্ষতিপুরন প্রদানের দাবী জানিয়েছে প্রাইমার্ক অক্সফোর্ড স্ট্রিট শাখায় লন্ডনের প্রতিবাদকারীরা।



বৃহত্তর এই খুচরা বিক্রেতা প্রতিষ্টানের একটি কারখানা সেই ভবনের একটি তলায় ছিল যেখান থেকে তৈরিকৃত পোশাক সরবরাহ করা হত।

প্রাইমার্ক এবং আরো কয়েকটি ব্র্যান্ডে নিহত পোশাক শ্রমিকদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রদানের জন্য একটি আবেদনপত্র দেওয়া হয়েছে।

লন্ডনের অক্সফোর্ড স্ট্রীটের প্রাইমার্কের বাইরে সামাজিক আন্দোলনকারী একটি দল 'চাওয়ার জন্য যুদ্ধ' (ওয়ার অন ওয়ান্ট) এর মারি ওয়ার্দি বলেন, আমরা এখান থেকে প্রাইমার্ককে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে, বাংলাদেশে ভবন ধ্বসে ৩০০ শ্রমিকের প্রাণহানি কোন দুর্ঘটনা নয়। এটি পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল।'

শ্রমিকদের প্রতি দায়িত্ব যদি প্রাইমার্ক সঠিকভাবে পালন করতো, তাহলে সেখানে কেউই মারা যেত না।

জনাব ওয়ার্দি বলেন , এটা জানা গেছে যে, ভবনে মঙ্গলবার ফাটল ধরা পড়া সত্বেও শ্রমিকদের ডেকে এনে কাজে লাগানো হয়।

ভবনটি ধসে পড়ার প্রকৃত কারণ নির্নয় করার দাবি জানিয়েছে ক্যাম্পেইন গ্রুপটি। তারা আরও দাবি জানিয়েছে প্রাইমার্ক,মাটালান ও ম্যাংগো সহ আরো যাদের কারখানা ওখানে ছিল, তারা একটি চুক্তি করুক সেদেশে বিপদজনক ও অনিরাপদ কারখানায় কাজ বন্ধ করতে।

জনাব ওয়ার্দি বলেন, দূর্ভাগ্যজনকভাবে এসব দূর্ঘটনা আমরা নিয়মিত দেখছি। মাত্র তিনমাস আগে সেখানে আরেকটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। সুতরাং এটাই একমাত্র দূর্ঘটনা নয়।

মূল খবরের লিন্ক:Link

ডেইলী মেইল থেকে ভাষান্তর: শহর ইয়ার

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File