ওয়ার্লড থিংকিং ডে
লিখেছেন লিখেছেন উম্মু রাইশা ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৭:১৭ রাত
প্রতি বছর ওয়ার্লড থিংকিং ডে তে গার্লস স্কাউটের সদস্যরা বিভিন্ন দেশের বুথের মাধ্যমে সে দেশের পরিচিতি তুলে ধরা হয়।রাইশা গার্লস স্কাউট হবার সুবিধার্থে এবার ওয়ার্লড থিংকি ডে তে গেলাম। রাইশার গ্রুপ জর্ডানকে প্রেজেন্ট করলেও আমরা কিছু সোয়াপ বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাংলাদেশের । সোয়াপ মানে হল একধরনের গিফট। অন্য গার্লস স্কাউটরা নিয়ে নিতে পারবে। কিছু সো য়াপের ছবি
এটায় রাইশা শাপলা হাতে দাড়িয়ে আছে।
ব্রেসলেট গুলিতে বাংলাদেশ লিখা। আমাদের বলা হয়েছিল বাংলাদেশের নাম রেজিষ্ট্রেশন করতে দেরী হওয়ায় আমরা কোনো টেবিল পাবনা, তাই শুধু সোয়াপ নিয়ে গিয়েছিলাম।
ওখানে যাবার পর শারমিনা আপা, রাইশাদের ট্রুপ লিডার, আমাদের টেবিল দিয়ে দিলেন। আমরা ত প্রথমে লজ্জায় পড়ে গিয়েছিলাম।
পুরা টেবিলই খালি। পরে আমাদের গার্লস স্কাউট সুমাইয়ার মা বাংলাদেশের উপর করা একটা বোর্ড , একটি খেলনা রিকশা, একটা বেবীটেক্সী দেবার পর টেবিলটা ভরা লাগছিল।
আরেকজন জারার আম্মু তাবাসসুম আপা শাড়ি, ম্যাংগো বার নিয়ে আসলে অল্প কিছুক্ষনের মধ্যে বারগুলি শেষ হয়ে যায়।
বাদবাকী আয়শার আম্মু কিছূ নকশীকাথার কুশন নিয়ে আসলে বেশ জমকালো হয়ে যায় বুথটি।
আরেকটু গ্রুপ লিডার ছিলেন বাংলাদেশী। উনার মেয়ে বাংলাদেশের বুথটি দেখে খুব খুশী হয়। তার ছবি
বিষয়: বিবিধ
১৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন