নেলসন ম্যান্ডেলার দোযখ বেহেশত
লিখেছেন লিখেছেন উম্মু রাইশা ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫০:২৩ সকাল
নেলসন ম্যান্ডেলা কি দোযখে যাবেন? এর আগে মাদার তেরেসাকে নিয়েও একই কথা হয়েছিল। আমার ইসলামিক জ্ঞান খুবই কম। তারপরও কিছু প্রশ্ন মনে আসে, আমাদের ফতোয়াবাজ ভাইদের জন্য গিলে ফেলি আবার।
বেহেশত দোযখ মুসলিমদের হাতে না, আল্লাহর হাতে। অনেকেই বলে বসেন, আবু তালিব, ইব্রাহীমের পিতা দোযখে যাবার কথা। উনারা ত ইসলাম সম্পর্কে ভালভাবে জানতেন। উনাদের ত কোনো অযুহাত নাই। নেলসন ম্যান্ডেলার কি সেরকম সুযোগ হয়েছিল? আর উনি যে ইমান আনেনি তাই বা কিভাবে জানবেন?
আমার একজন ফেসবুক ফ্রেন্ড শ্যানন আল নাসর। কনভার্টেড মহিলা। উনি উনার কনভার্সনের গল্প বলতে গিয়ে বলতেন আমি কখনই খ্রিষ্টান ছিলামনা। ছোটবেলা থেকেই আমি এক আল্লাহ তে বিশ্বাস করতাম। জিসাসকে গড মনে করাটা আমার কাছে লজিক্যাল মনে হতনা। আর ইসলাম নিয়ে আমার কোনো ধারনা ছিলনা। আমাকে মুসলিম বানিয়েছে হিন্দুরা। হ্যা, একজন হিন্দু ফ্রেন্ডের বাসায় যাবার পর সবাই সবার ধর্মবিশ্বাস নিয়ে কথা বলছিল। আমি বললাম। তখন তারা বলল আমি মুসলিম। আমি বললাম সেটা আবার কি? তখন তারা আমাকে এক্সপ্লেন করল। এরপরে মসজিদে যাতায়াত।
এখনকার পরিস্হিতিতে ইসলামের নেতিবাচক প্রচারনা সরিয়ে কয়টা মানুষের সম্ভব হয় সত্যটাকে জানা?
বিষয়: বিবিধ
১৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন