যে উপদেশ সবাই ভুল করে দেয়,বিশেষ করে হাসবেন্ডরা

লিখেছেন লিখেছেন উম্মু রাইশা ২৭ নভেম্বর, ২০১৩, ০২:৫৫:৩৫ রাত

বিয়ে, সংসার করা প্বথিবীর সবচেয়ে কঠিন কাজ। বাংলাদেশের মেয়েরা যখন বিয়ে করে তখন অনেক ভুল কথার সামনে পড়ে যায়। এর ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়। ভাল হয় যদি স্বামীর কাছ থেকে উপদেশ না নিয়ে কোনো সুখী মহিলার কাছ থেকে সংসার পরিচালনার উপদেশ নিলে। যে ভুল উপদেশটা স্বামীর কাছ থেকে তারা প্রথমে পায় তাহল আমার মাকে নিজের মায়ের মত মনে করবা। এটা কেন ভুল উপদেশ তা আমি কয়েকটা ঘটনার মাধ্যমে বুঝাতে চাই।

আমরা প্রবাসে থাকি।তাই আত্মীয়স্বজনের থেকেও বড় হয় বন্ধুবান্ধব। যাই হোক সোমা ভাবীর বাচ্চা হয়েছে।বাসায় উনার মা আছে। দেখতে গেলাম। সোমা ভাবী একটু পড়েই বললেন,

মা যাওত শেলীকে চা দাও।

আমি সাথে সাথে না করলাম। সোমা ভাবী মাকে তাড়া দিয়ে দিলেন।আমাকে বসতে বললেন। তারপর বললেন,

শ্বাশূড়ী হলে কি এভাবে বলতে পারতাম? এত শরীর খারাপ নিয়েও কত বুঝে চলতে হয়।

আরেক ভাবী শ্বাশুড়ি নিয়ে থাকেন। শ্বাশুড়ী প্রায়ই সবাইকে বলে বসেন উনি বালাদেশ ঘুরে আসতে চান। একজন চেনাজানা ভাবী যাচ্ছিল বাংলাদেশে। আমরা এভাবীকে বললাম শ্বাশুড়িকে বলুন ইনার সাথে ঘুরে আসতে। উনি সাথে সাথে চুপ করে বললেন, আমি যদি বলি শ্বাশুড়ী সাথে সাথে বলবেন আমি তারসাথে থাকতে চাইনা। আগে এসব নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে। আমি এখন আর উনাকে কিছু বলিনা। মা হলে কি এত চিন্তা করতে হয়?

আরেকজনের ঘটনা। আমার আত্মীয়। মায়ের সাথে রাগ করে না খেয়ে থাকতেন,ত শ্বাশুড়ির সাথেও করতে গেলেন। না খেয়ে বসে থাকতেন। শ্বাশুড়ী দারুন খুশি,চাল বেচে যায়। অনেক কষ্ট পেয়ে বুঝলেন এসবের এখানে দাম নেই।

সংসারে ঢুকে আমাদের অনেক বুঝে চলতে হবে। শ্বাশুড়ীর কাছ থেকে মাকে পেতে গেলে চোখের জলে সময় বয়ে যাবে। তাই বিয়ের পর স্বামী যদি এ কথা বলেও ধোকায় পড়বেননা।বুদ্ধি করে চলুন, একটু কম কথাই বলুন, নিজের আবেগ বাদ দিয়ে।

বিষয়: বিবিধ

২৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File