মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে হেলিকপ্টারে চড়ে রাঙ্গুনিয়ায়

লিখেছেন লিখেছেন জেএফটি ইসলাম ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:১৩:৫২ দুপুর



ভাড়া করা হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে রাঙ্গুনিয়ার সরফভাটায় এসে একটি প্রাচীনতম মসজিদের পূনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্ত্তর দিয়ে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন দেশ বরণ্য আলেম, ঢাকার বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শাহ আবদুর রহমান।

তিনি গতকাল (শনিবার) দুপুরে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শতবর্ষীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মসজিদের পূনর্নির্মাণ কাজের ভিত্তি প্রস্ত্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। দোয়া মাহফিল শেষে তিনি মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে হুজুরের মুরিদসহ কয়েক হাজার মুসল্লি অংশ গ্রহন করেন।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশ নেন পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতি আবদুল হালিম বুখারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ আল্লামা জোবায়ের আনসারী, উপস্থিত ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক সিকদার, এমদাদুল ইসলাম মিয়াজী, ওসমান চৌধুরী ও পরিবেশ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এনায়েতুর রহীম প্রমুখ। সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ঢাকার বসুন্ধরা ইসলামি রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুর রহমান বয়সের কারণে বাইরে কোথাও প্রোগ্রাম করতে পারেননা। রাঙ্গুনিয়ায় হুজুরের হাজার হাজার ভক্ত ও মুরিদ রয়েছেন। প্রাচীনতম এই মাদ্রাসার মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু করার জন্য হুজুরকে আনতে ভক্তরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। কিন্তু শারিরীক কারণে তিনি আসতে পারছিলেননা। হুজুরের মুরিদ ও ভক্তরাই তাঁকে ভাড়া করা হেলিকপ্টারে করে আনার ব্যবস্থা করেন। তিনি বিকেলেই একই হেলিকপ্টারে চড়ে ঢাকায় ফিরে যান।

http://www.dainikpurbokone.net/index.php/-lfontglfont-colorq5a5757qg-lfontg/2013-08-24-18-51-25/427-2013-08-31-21-03-04

বিষয়: বিবিধ

১৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File