স্যার আমাকে গুলী করলেন, আমি মারা গেলে আমার বাচ্চা-কাচ্চার কি হবে
লিখেছেন লিখেছেন আমলক ২৯ মার্চ, ২০১৩, ১২:৩১:৪৫ দুপুর
http://www.dailysangram.com/news_details.php?news_id=112556
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় শিবির সন্দেহে টহলপুলিশের গুলীতে এক ডিবি পুলিশ গুলীবিদ্ধ হয়েছে। এসময় পুলিশের ছোঁড়া গুলীতে ৪ শিবির কর্মীসহ দু’ডিবি পুলিশ আহত হয়েছে। গুলীবিদ্ধ কনস্টেবল আনিসকে খুলনা আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সাতক্ষীরা শহর থেকে ৭ কিলোমিটার দূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করে শিবির কর্মীরা। তারা সড়কে কাঠের গুঁড়ি, টায়ার জ্বালিয়ে ও মহাসড়ক বিচ্ছিন্ন করে পিকেটিং করে। পিকেটিং এর একপর্যায়ে সাদা পোশাকধারী কয়েক জন বাধা দেয়। এসময় ছাত্রলীগ সন্দেহে সাদা পোশাকধারীদের সাথে পিকেটারদের সংঘর্ষ বাধে। সংঘষের একপর্যায়ে সাদা পোশাকধারী এক ব্যক্তি শিবির লক্ষ্য করে গুলী চালায়। এসময় পিকেটাররা পালিয়ে যায়। ঘটনা স্থলে কনস্টেবল আনিস ডিবির এসআই রেজাউল ও কনস্টেবল মোস্তাফিজ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। ডিবি’র এসআই শহীদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে গুলীবিদ্ধ ডিবি এসআই আনিস চিৎকার করে বলছিল স্যার আমাকে গুলী করলেন, আমি মারা গেলে আমার বাচ্চা-কাচ্চার কি হবে। এঘটনায় আহত শিবির কর্মীরা হলেন আব্দুলvহ আল মামুন, আব্দুর রহিম, খোরশেদ আলম ও হেলাল উদ্দিনসহ ১০ জন। জেলা পুলিশ সুপার আসাদ গোলাগুলীর ঘটনা স্বীকার করে বলেন টহল পুলিশের গুলীতে নয় শিবিরের গুলীতেই আহত হয়েছেন পুলিশ সদস্যরা। ডিবি’র এসআই শহীদ পিকেটারদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলী ছোঁড়ে। তার গুলীতে ডিবি সদস্য গুলীবিদ্ধ হন। তবে এসআই শহীদ গুলী করার কথা অস্বীকার করেন। তিনি বলেন, শিবিরের গুলীতে ডিবি সদস্য গুলীবিদ্ধ হয়েছে। আহত শিবির কর্মী আব্দুলvহ আল মামুন জানান, পিকেটিং করার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। শহর শিবিরের সভাপতি রোকনুজ্জামান জানান, শান্তিপূর্ণ পিকেটিং এ ডিবি পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়ে শিবির কর্মীদের আহত করেছে।
এদিকে ছাত্রশিবিরের ওপর হামলা ও কিছু মিডিয়া প্রকৃত ঘটনাকে আড়াল করে ভিন্নখাতে প্রবাহিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জামায়াত এবং শিবির। তারা প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন