সরকার যে স্পর্ধা দেখিয়েছে তা নজিরবিহীন: ইমরান

লিখেছেন লিখেছেন আমলক ২৬ মার্চ, ২০১৩, ০৯:৪৪:১৯ রাত

http://www.bdtomorrow.net/newsdetail/detail/41/17658

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ২৬ মার্চের পূর্বে জামায়াত –শিবির নিষিদ্ধের দাবিতে আল্টিমেটাম দেয়া হলেও সরকারের টনক নড়েনি। নতুন প্রজন্মের ৬ দফা দাবিকে উপেক্ষা করে সরকার যে স্পর্ধা দেখিয়েছ তা নজিরবিহীন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সরকার দাবি না মানায় ৪ এপ্রিল বিক্ষোভ সমাবেশ এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার।

আন্দোলন দীর্ঘমেয়াদি উল্লেখ করে ইমরান বলেন, 'আমাদের সংগ্রাম প্রিয় মানচিত্রকে যুধাপরাধীমুক্ত করার সংগ্রাম। আমাদের দাবি উপেক্ষা করে সরকার জনমানুষের দাবি উপেক্ষা করছে। আমরা কোনো দল বা সরকারের অধীনে নয়। জনগণই এ মঞ্চের শক্তি। আমরা দায়বদ্ধ ১৬ কোটি মানুষের কাছে।'

তিনি বলেন, 'সরকার জামায়াত-শিবিরের গণমাধ্যম নিষিদ্ধ না করে ব্লগ নিয়ন্ত্রণে প্রজ্ঞাপন জারি করেছে। আমাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।'

বক্তব্য শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার।

৩১ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদ অভিমুখে মিছিল এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে দেশব্যাপী সংগৃহীত গণস্বাক্ষর স্পিকারের কাছে হস্তান্তর।

৪ এপ্রিল সকাল ১১টায় গণজাগরণ মঞ্চসহ সারাদেশে বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান।

৫ এপ্রিল বিকেল ৪টায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।

৬ এপ্রিল বিকেল ৪টায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে সমাবেশ ।

বাংলামেইল২৪ডটকম

উৎসঃ বাংলামেইল২৪ডটকম

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File