রায় রাজনৈতিক, মৃত্যুদণ্ড স্থগিত দরকার: এফআইডিএইচ Bangladesh : Stop violence, stop death sentences!
লিখেছেন লিখেছেন আমলক ০৭ মার্চ, ২০১৩, ০৯:২৯:০৮ রাত
মাসখানেক ধরে সহিংস বিক্ষোভে নারী ও শিশুসহ অন্তত ৯৮ জনের নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা এফআইডিএইচ।
বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর সবচেয়ে বড় এই ফোরামটি দেশের সংশ্লিষ্ট সব দল এবং কর্তৃপক্ষকে অবিলম্বে রাজনৈতিক সংলাপে বসার ওপর জোর দিয়ে বলেছে, নিজ নিজ সমর্থকদের কোন ধরনের রাজনৈতিক সহিংসতায় কিংবা রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কোন ধরনের ক্ষতিকর প্রচারকাজে লিপ্ত না হতে যেনো দলগুলো আহ্বান জানায়।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় দিলে তা প্রত্যাখান করে ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে অনেকে। পরে ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল ।
এফআইডিএইচের সভাপতি শোয়াইর বিল হাসান বলেন, যে কোন পরিস্থিতিতে এফআইডিএইচ মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।
তারওপর এই ট্রাইব্যুনালে সরকারের হস্তক্ষেপের সাক্ষ্যপ্রমাণ, স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় এবং রায় হয়ে যাবার পর ফের বেশি সাজা দিতে সম্প্রতি সংশ্লিষ্ট আইনের সংশোধনে ঘটনাক্রম এমন পর্যায়ে গেছে যে অবিলম্বে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ দরকার।
ফোরামটি বলে, ১৯৭১ সালে সংঘটিত ঘৃণ্য অপরাধের বিচার চাওয়ার প্রক্রিয়ার মধ্যে আক্রান্তদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার এবং সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দেয়া উচিত।
তিনি বলেন, গত সপ্তাহ থেকে বহু লোক রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে গুলি ব্যবহার করে। শুধু একটি স্বচ্ছ তদন্তই নিরীহ নাগরিকদের হত্যাকাণ্ডে কারা দায়ী তার পরিস্কার করতে পারে।
বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের তরফেও সহিংসতার ঘটনা ঘটেছে। তারা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হত্যা, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমরা সব পক্ষকেই সহিংসতা, অনলাইনে আক্রমণ এবং শারীরিক হামলা বন্ধে একইসাথে কাজ করার আহ্বান জানাই।
FIDH expresses serious concerns following a month of violent protests that caused the death of at least 98 persons in Bangladesh, including women and children. It calls on authorities and all concerned parties to immediately engage into political dialogue and ask their supporters not to participate in any acts of violence nor in any heinous campaign against other groups.
The protests, which began on 5 February with street protests and an on-line smear campaign, erupted following the death sentence delivered on 28 February by the International Crimes Tribunal (ICT) – a national court set up to prosecute those responsible for atrocities committed during the country’s war of independence in 1971 - against Delwar Hossain Sayedee, Vice-President of the Jamaat party [1].
“FIDH strongly opposes the death penalty in all circumstances. Evidence of government’s interference, combined with verdicts which are clearly politically-motivated and recent amendments of ICT rules, allowing in particular for a person to be tried or punished again for an offense for which he/she has already been acquitted, are aggravating factors which require an immediate stay on death sentences. The truth and justice-seeking process for the heinous crimes committed during the war of independence in 1971 in Bangladesh should respect the guarantees of a fair trial and victims’ rights to truth, justice and reparation”, declared Souhayr Belhassen, FIDH President.
Since last week, many people have been killed by State security forces, which have used live ammunitions against protesters. Only a transparent investigation will bring light on those responsible for the killing of innocent people, many of whom were mere by-standers. Acts of violence were also reported on the side of protesters who killed several police officers and burnt down Hindu homes and temples. In addition, political supporters on all board have contributed to the spread of hatred messages. "We therefore call on all concerned parties to speak with one voice for the end of any kind of violence, including physical or on-line attacks”, Mrs Belhassen added.
FIDH further calls on the international community to propose its technical assistance regarding the proceedings of the ICT and to play a mediation role in the on-going political crisis in the lead-up to the general elections, due to take place before the end of January 2014.
click this link
http://www.fidh.org/Stop-violence-stop-death-sentences-12989
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন