আর জায়গা নেই কারাগারে
লিখেছেন লিখেছেন আমলক ১০ এপ্রিল, ২০১৩, ১০:৩৬:৩২ সকাল
http://www.mzamin.com/details.php?nid=NTAxODU=&ty=MA==&s=MTg=&c=MQ==
লায়েকুজ্জামান: ঠাঁই নেই কারাগারে। বন্দিতে ঠাসা। বাড়ছে রাজনৈতিক মামলার বন্দি। প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা। ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি আছেন দেশের কারাগারগুলোতে। কোন কোন কারাগারে ধারণ ক্ষমতার তিন বা চার গুণও বন্দি আছেন। অতিরিক্ত বন্দির চাপে বন্দিদের প্রয়োজন মেটাতে পারছেন না সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ। দেশর ৬৭টি কারাগারেই একই অবস্থা। স্বাভাবিক অবস্থায় যে সকল কারাগারে ১৫০ থেকে ২০০ বন্দি থাকতো সেখানে এখন ৫০০ থেকে ৭০০, বন্দি রাখা হচ্ছে গাদাগাদি করে। দেশের ৬৪টি জেলায় ৬৪টি এবং ঢাকায় কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরে কেন্দ্রীয় কারাগারের বর্ধিত অংশ হিসেবে ২টি ইউনিট মিলে দেশে বর্তমানে মোট ৬৭টি কারাগার। সরকারি হিসাব অনুসারে দেশের কারগারগুলোতে মোট বন্দি ধারণক্ষমতা ৪১৯০৭ জন। কারাগারগুলো থেকে পাওয়া তথ্য মতে দেশে বর্তমান বন্দির সংখ্যা ৮১৩০৫ জন।
সূত্রমতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতা ২৬৮২ জন, সেখানে বন্দি আছেন ৭৭২১ জন। কেন্দ্রীয় কারাগারের বর্ধিত অংশ হিসেবে নির্মিত গাজীপুরের কাশিমপুর কারাগার ইউনিট ২-এ ধারণক্ষমতা ২০০০, সেখানে বন্দি আছেন ২৪৪২ জন। কাশিমপুরে হাই সিকিউরিটি হিসেবে নির্মিত কারাগারে ধারণক্ষমতা ১০২০ জনের, সেখানে বন্দি আছেন ১৮০৪ জন। ২২০ জন ধারণক্ষমতার নারায়ণগঞ্জ জেলা কারাগারে এখন বন্দির সংখ্যা ১২৯৪ জন। রাজশাহী কারাগারে বন্দি ধারণক্ষমতা ১৬০০, বর্তমানে সেখানে আছেন ২৫১২ জন। নাটোর জেলা কারাগারে ধারণক্ষমতা ২২০, বন্দি আছেন ৭২০ জন। চাঁপাই নবাবগঞ্জ কারাগারে ধারণক্ষমতা ১৫৩, বন্দি আছেন ৭৭২ জন। পাবনা জেলা কারগারে ধারণক্ষমতা ৫৭১, সেখানে বন্দি আছেন ১১৮৬ জন। সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতা ২০০, কিন্তু রাখা হয়েছে ১৫৮৭ জনকে। বগুড়া জেলা কারাগারে ধারণ ক্ষমতা ৭০৮, ওই কারাগারে বর্তমান বন্দির সংখ্যা ১৭৬২ জন। নওগাঁ জেলা কারাগারে ধারণ ক্ষমতা ২০০, সেখানে বন্দি আছেন ১১৫৮ জন। জয়পুরহাট কারাগারে ১৩১ জনের ধারণক্ষমতা থাকলেও এখন বন্দি আছে ৬০০ জন। গাইবান্ধা জেলা কারাগারে ধারণক্ষমতা ৪০০, এখানে বন্দি আছেন ৫৮১ জন। রংপুর জেলা কারাগারে ধারণ ক্ষমতা ৮৫০০, এখন বন্দি আছেন ১৩৮০০ জন। দিনাজপুরের ৬৫০ ধারণ ক্ষমতার কারাগারে বর্তমান বন্দি ১২৫০ জন। কুড়িগ্রাম কারাগারের ধারণ ক্ষমতা ২০০ জনের, বন্দি আছেন ৩৯৯ জন। পঞ্চগড় জেলা কারগারে ধারণক্ষমতা ২০০ জনের ধারণ ক্ষমতায় বন্দি আছেন ২৪০ জন। লালমনির হাট জেলা কারাগারে ধারণক্ষমতা ২০০, সেখানে এখন বন্দি ৭১০ জন। ওই কারাগার সূত্রে জানা গেছে স্বাভাবিক অবস্থায় সেখানে ১০০ জনের বেশি লোক কখনও কারাগারে দেখা যায়নি, কারাগারের রেকর্ডপত্র সেটাই বলে। নীলফামারী কারাগারে ধারণক্ষমতা ২০০, বন্দি আছেন ৪১৪ জন। ঠাকুরগাঁও কারাগারে ধারণক্ষমতা ১৬৮, এখন বন্দি আছেন ৩০০ জন। চট্টগ্রামে নবনির্মিত কারাগারে ধারণক্ষমতা ৫০০০, এখানে এখন বন্দি আছেন ৪৫৫০ জন। কক্সবাজার কারগারে বন্দি ধারণক্ষমতা ১০০০, সেখানে বন্দির সংখ্যা ২৪০০ জন। খাগড়াছড়ি কারাগারে ধারণক্ষমতা ১৭৫, বন্দি আছেন ১৫৬ জন। বান্দরবান সাব জেলে ধারণ ক্ষমতা ১১৪, এখন বন্দি আছেন ১৯৯ জন। রাঙ্গামাটি কারাগারে ধারণক্ষমতা ১৪৫, বন্দি আছেন ২০০ জন। ফেনী জেলা কারাগারে ধারণক্ষমতা ১৭২, বন্দি আছেন ৬০০ জন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ধারণক্ষমতা ৫০৪, বন্দি আছেন ৮০০ জন। চাঁদপুর জেলা কারাগারে ধারণক্ষমতা ২০০, বন্দি আছেন ৪৮৭ জন। নোয়াখালী জেলা কারাগারে ধারণ ক্ষমতা ৩৮৮, এখন বন্দি আছেন ৭৮২ জন। লক্ষ্মীপুর জেলা কারাগারের ধারণক্ষমতা ২৯৫, বন্দি আছেন ৫২৭ জন। জামালপুর জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৩০৭, বন্দি আছেন ৪১২ জন। ময়মনসিংহ জেলা কারাগারে ধারণক্ষমতা ৯৯৬, বর্তমানে বন্দি আছেন ১৮০০ জন। টাঙ্গাইল জেলা কারাগারের ধারণক্ষমতা ৪০০, বন্দি আছে ৮০০ জন। শেরপুর জেলা কারাগারে ধারণক্ষমতা ২০০, বন্দি আছেন ৪০০ জন। নেত্রকোনা জেলা কারাগারে ধারণ ক্ষমতা ৪০০, বন্দি আছেন ৪৭৪ জন। কিশোরগঞ্জ জেলা কারাগারে ধারণ ক্ষমতা ২৪৫, বন্দি আছেন ১০২৩ জন। নরসিংদী জেলা কারাগারে ধারণ ক্ষমতা ২৪৪, সেখানে বন্দি আছেন ৯৮১ জন। মুন্সীগঞ্জ জেলা কারাগারে ধারণ ক্ষমতা ১৬৪, বন্দি আছেন ৪৮০ জন। শরীয়তপুর জেলা কারাগারে ধারণ ক্ষমতা ১০০, বন্দি আছেন ২৮৮ জন। ফরিদপুর জেলা কারাগারের ধারণক্ষমতা ৭১৯, বন্দি আছেন ৭৯২ জন। গোপালগঞ্জ জেলা কারাগারে ধারণক্ষমতা ৩৪৮, বন্দি আছেন ৬১২ জন। রাজবাড়ি জেলা কারাগারের ধারণক্ষমতা ১০০, বন্দি আছেন ১৭৫ জন। মানিকগঞ্জে জেলা কারাগারে ধারণক্ষমতা ১০০, ওই কারাগারে বর্তমানে বন্দি আছেন ৫০০ জন। সিলেট জেলা কারাগারের ধারণক্ষমতা ১২১০, বর্তমানে সেখানে বন্দি আছেন ৩৪০০ জন। মৌলভীবাজার জেলা কারাগারের ধারণক্ষমতা ৪০০, সেখানে বন্দি আছেন ৭০৪ জন। হবিগঞ্জ জেলা কারাগারে ধারণক্ষমতা ৫০০, সেখানে বন্দি আছেন ১০৮০ জন। সুনামগঞ্জ জেলা কারাগারের ধারণক্ষমতা ১০০, এখানে বন্দি আছেন ৭০০ জন। খুলনা জেলা কারাগারে ধারণক্ষমতা ৫০৪, এখানে বর্তমানে বন্দি আছেন ১৮০০ জন। বাগেরহাট জেলা কারাগারে ধারণক্ষমতা ৪০০, এখন বন্দি আছেন ৫২৬ জন। সাতক্ষীরা জেলা কারাগারে ধারণক্ষমতা ৪৩০, ওই কারাগারে এখন বন্দি আছেন ৯৭০ জন। যশোর জেলা কারাগারে ধারণক্ষমতা ২৮০০, এখন এখানে বন্দি আছেন ৪৩৬৫ জন। নড়াইল জেলা কারাগারে ধারণক্ষমতা ২০০, বন্দি আছেন ৪০৬ জন। মাগুরা জেলা কারাগারে ধারণক্ষমতা ১৭২ জন, বন্দি আছেন ৪৮৩ জন। ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতা ২৫০, বন্দি আছেন ৫০০ জন। চুয়াডাঙ্গা কারাগারে ধারণ ক্ষমতা ৩০০, বন্দি আছেন ৫০০ জন। মেহেরপুর জেলা কারাগারে ধারণক্ষমতা ২০০, বন্দি আছেন ২৫৫ জন। কুষ্টিয়া জেলা কারাগারে ধারণক্ষমতা ৫৯০, বন্দি আছেন ১১০০ জন। বরিশাল জেলা কারাগারে ধারণক্ষমতা ৬২৭, বর্তমানে বন্দি আছেন ১৮০০ জন। বরগুনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা ১২০, বন্দি আছেন ৪০৩ জন। পটুয়াখালী জেলা কারাগারে ধারণক্ষমতা ২৭৮, বন্দি আছেন ৪০৫ জন। ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা ১৫৫, সেখানে বন্দি আছেন ২০৩ জন। পিরোজপুর জেলা কারাগারে ১৪০ ধারণ ক্ষমতার বিপরীতে বন্দি আছেন ৪৬৪ জন। ভোলা জেলা কারাগারের বন্দি ধারণক্ষমতা ১০০, ভোলা জেলা কারাগার সূত্রে জানা গেছে ওই কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা ৫০০।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন