মাতৃভাষা দিবস এবং একদিনের দেশপ্রেম

লিখেছেন লিখেছেন বঙ্গ বাবা ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১০:৩৭ দুপুর

বিশ্বাস করবেন কী না জানিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে সকালে ঘুম থেকে উঠেই জোরে জোরে গানের বিটের শব্দ শুনতে পাই। "হোয়াই দিস কলাভেরি দী" Not Listening Not Listening

২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর এইসব জাতীয় দিবসে হঠাৎ করেই দেশ প্রেম জেগে উঠে মিডিয়া, পেপার, ও জনমনে।সার্কুলার বের হয়, প্রচার হয় বিশেষ অনুষ্ঠান। কাল পাঞ্জাবি পরে শহীদ মিনার এ ফুল দেয়ার হিরিক পরে যায়।অতঃপর বাকিটা দিন ঘরে বসে স্টার জলসা,স্টার প্লাস, এইচবিও। খুব অফেন্সিভ ভাষা বলে ফেললাম, কিন্তু এটা কি বাস্তব না?

কি করছি আমরা?হিন্দি কালচার, পশ্চিমা কালচার, হিন্দি কন্সার্ট o|~ কোনটি বাদ রেখেছি আমরা।না... আমার ক্ষোভ হিন্দির বিরুদ্ধে না। আমার ক্ষোভ, রাগ সব আমাদের নিজেদের বিরুদ্ধে। ভাষা শহীদের সম্মানার্থে গঠনমূলক কিছু না করে, শহীদ মিনারে ফুল দেয়া পর্যন্তই আটকে আছে।অথচ মুসলিম হিসেবে কখনো কি তাদের জন্য দোয়া করি? হিন্দি কার্টুন বাদ দিয়ে বাংলাদেশি, বাংলা ভাষায় কিছু করার চিন্তা করি। যে যতই কথা বলুক, আমাদের young generation এর ভাষাই হয়ে গেসে_ "আরে ধুর, আজাইরা ** সাল" যে যত ইংলিশ গান Musicশুনবে সে তত স্মার্ট। ক্লাস এ বাংলা ভুল বলুক আর না বলুক; ইংলিশ উচ্চারণ ভুল হইসে তো মরসো। At Wits' End At Wits' End

অনেকে বলবেন- যাই হোক ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে তো দোষ নেই। দোষ নেই, কিন্তু লাভ ও নেই। যদি আসলেই মুসলিম হন, তাহলে তাদের জন্য কিছু করতে চাইলে, তাদের জন্য জান্নাত কামনা করতে চাইলে নামাজ পরে দোয়া করুন। একি কথা অন্য ধর্মীদের জন্য। ঘরে বসে প্রার্থনা করুন।গঠনমূলক কিছু চিন্তা করুন। এলাকা ভিত্তিক বাংলা আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে বাঙ্গালী ঐতিহ্য তুলে ধরুন।আশা করি, আমরা জাতি হিসেবে আর এগিয়ে যেতে পারব। Bring it On Bring it On Bring it On Bring it On

বিষয়: বিবিধ

২০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File