* নাটক আর অভিনয়ের স্ক্রিপ্ট বাঁছাই চার বছর ধরে চলছে; কিন্তু চরিত্রই এখনো সিলেক্ট হয়নি..

লিখেছেন লিখেছেন নাইস ০৩ এপ্রিল, ২০১৩, ০১:০০:২৩ রাত

আল্লাহ বলেছেন (যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন),

-আপনি উন্নত চরিত্রের অধিকারী।

যেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাপারে আল্লাহ স্বয়ং সত্যায়ন করছেন, নবী উন্নত চরিত্রের অধিকারী সেখানে শাহবাগি কুলাঙ্গাররা নবীকে নিয়ে সন্দেহ তো দূরের কথা, কিভাবে কটুক্তি করার সাহস পায়?

-না আওয়ামীলীগ সরকার, তোর ক্ষমা নেই! কটুক্তিকারী আর কটুক্তিকারীদের জন্মদাতা, আশ্রয়দাতা, পরামর্শদাতা সবাই মূলতঃ কটুক্তিকারী!

কটুক্তিকারীদের বলছি-

? তোরা যারা নবীকে (সাঃ) নিয়ে কটুক্তি করছিস, তোরা একবার নিজের কথা ভেবে দেখ তো

-তোদের চরিত্র নিজের কাছে কতটুকু পবিত্র?

? তোরা কি জানিস চরিত্র কি? জানিস কিভাবে চরিত্রবান হতে হয়? জানিস কাদেরকে চরিত্রবান বলা হয়?

-জানিস না। জানবি কি করে? তোরা তো আর চরিত্র আর পবিত্রতার মত কোন বিষয় তোদের শিক্ষা জীবনে আসেনি। তোদের শিক্ষার বিষয় হলঃ সমকামিতা, ছেলেমেয়ে, ফ্রি সেক্স, যৌন, যৌবন, আনন্দ, বিনোদন, নেশা, মাতাল মন আরো কত কি উপভোগ্য বিষয় বেছে নিয়েছিস যাতে করে সামান্য জীবনটাকে ইনজয় ভাল করেই করতে পারিস।

* তোরা ঠিকই বুঝিস তোদের জীবন কুকুরের চেয়েও নিকৃষ্ট। কারণ তোদের মত বেয়াদবদের জন্ম শাহবাগের মত FREE SEX FOR NASTIK. আর এটাই হল প্রজন্ম চত্তর। এখানেই নাস্তিকতার ভাবোদয় এবং তাদের জন্ম হয়।

* তোদের কাছে চরিত্রের কোন মূল্য নাই। তোদের যে চরিত্র আছে তাও তোরা বলতে পারবে না।

* তোরা যে চরিত্রবান সেটা সরকার আইন করেও বলতে পারবে না। আর যে সরকার তোদের লালন করে তাদের চরিত্রই তো তারা জানে না।

* নাটক আর অভিনয়ের স্ক্রিপ্ট বাঁছাই চার বছর ধরে চলছে; কিন্তু চরিত্রই এখনো সিলেক্ট হয়নি..

বিষয়: রাজনীতি

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File