অনেক রাত। -কি করে ঘুমাব?
লিখেছেন লিখেছেন নাইস ০১ এপ্রিল, ২০১৩, ১২:১৮:৩১ রাত
অনেক রাত। গভীর ঘুমে হারিয়ে যাবার কথা এতক্ষণে। মোবাইলে আপডেট নিউজ দেখতে দেখতে চোখ ব্যাথা করছে। মাথাটা একটু খারাপ লাগছে। সকালে আবার সার্ভিসে যেতে হবে। তারপরও হাত থেকে মোবাইলটা একটি মূহুর্তের জন্যও বালিশের পাশে রেখে ইচ্ছে করছে না আনমনা এক সময় ঘুমিয়ে যাই।
-আমি কি করে ঘুমাব?
-আমার ভাইয়ের যেখানে রাত জেগে রাজপথে প্রাণপ্রিয় নেতা দেলোয়ার ভাইয়ের মুক্তির জন্য, আমি কি করে ঘুমাতে পারি?
-আজ সারা দিনে ফেসবুকে আমার প্রিয় দল ছাত্রশিবিরের কাম কাজ জানার জন্য কিছু সময়কেও অবহেলায় ফেলে দেই নি। এভাবে কত বার নতুন করে মোবাইলটা চার্জ দিতে হয়েছে তার হিসেব আমার জানা নেই।
-আমার ভাল লাগে যখন শিবিরের কোন কল্যাণকর সংবাদ পড়ি। এ জন্য আমার অনেক অনেক বন্ধু লাগবে যাদের লেখা আমাকে তৃপ্ত রাখবে সারাক্ষণ।
~~~~~~~~~
যেভাবে আমার ভাইয়েরা ঘুম খাওয়া বাদ দিয়ে আজ ইসলামের জন্য রাজপথকেই আপন করে নিয়েছে আমি তাদের ভালবাসি। আমি তাদের আপন ভাবি। আমি তাদের সাথে আছি। আমি তাদের দলে আছি। আমি চাই সেই জান্নাত যা এই ছেলেদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। আমিন!
বিষয়: রাজনীতি
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন