এমনি তাদের ষড়যন্ত্র শেষ হবে যে খেলা উঠবে নতুন সূর্য উদয় কাটবে আঁধার বেলা!
লিখেছেন লিখেছেন নাইস ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৪:৪৯ রাত
আমি মোবাইলে থেকে একটু সত্যের উপর অবিচল মাজলুমের (সাঈদী) জন্য মিথ্যার রাজার বিরোদ্ধে জনতাকে এক করে যাই। আর অভিশাপও দিয়ে যাই। সময় বেশি নাই। কারণ, একটু পরে সেহরি খেয়ে রোজা রাখতে চাই!
তিন বেয়াদব সাঈদীর নামে
মিথ্যা সাক্ষী দিল
বাড়ি যাওয়ার আগেই আল্লাহ
তাদের প্রাণটা নিল।
যেই না করে আল্লাহর নামে
উম্মাদ কটুক্তি
আল্লাহ বলেন নাস্তিক ব্লগার
বাঁচার নাই যুক্তি!
টুপি দাড়ির মানহানিল
উম্মাদ কার্টোনিস্ট
নবীর সাথে বেয়াদবী?
মরল হৃদে পিষ্ট!
যেই না চলে সত্যের সাথে
মিথ্যার অভিনয়
নিজের ফাঁসি নিজেই নিল
প্রতিকী ফাঁসি নয়!
এমনি তাদের ষড়যন্ত্র
শেষ হবে যে খেলা
উঠবে নতুন সূর্য উদয়
কাটবে আঁধার বেলা!
বিষয়: রাজনীতি
৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন