আরো কত কইব কথা চলতে ব্লগের বাড়ি সময়মত আপন কথা বলতেই সদা পারি!!
লিখেছেন লিখেছেন নাইস ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৬:৪৫ রাত
টুডে ব্লগের বাড়ত যে দাম
স্টিকির মার্যাদায়
নিজকেই সদা ফুটায় টুডে;
কার কি আসে যায়?
ভালসেসে কত ব্লগার
আসে আমার বাড়ি
তাদের করা মন্তব্যে না
জবাব দিতে পারি!
পিলাচ মাইনাস সত্য ব্লগের
সাত কারুনের ধন
মিথ্যা লেখায় মাইনাস দিতাম
জুড়ায় হৃদয় মন।
বাঁধহীন লেখা প্রকাশ না পায়
যতই থাকুক পণ
না দেখা তক ঝুলেই থাকে
পড়ার আমন্ত্রণ।
নতুন ব্লগের ব্যানার খালি
ন্যাংটা দেখায় ব্লগ
পিলাচ-মাইনাচ আবার যদি
দিতেন আয়োজক!
টুডে নামে টুডের মতই
অনলাইন দিবা-রাত
মাঝে মাঝে হঠাৎ দেখি
বাকশালীদের হাত।
ব্লগ ভিজিটর ব্লগার সবে
একটাই ইন্দ্রিয়
যায় না দেখা টুডে ব্লগে
আমি কাদের প্রিয়?
কখন কখন পোস্টে ছবি
হয়ই না আপলোড
মাঝে মাঝে সত্য যাঁচাই
করতে নিও ভোট!
একটা নোটিশ খেলাম যেটা
অদেখা মন্তব্যে ভাসে
নোটিশে না মন্তব্যেও না
সেই অদেখা আসে।
কত শত প্রিয় ব্লগার
ব্লগেই থাকে চেয়ে
ভালবাসা পাই না তাদের
বার্তা একটাও পেয়ে।
মোদের কথা না শোনে তো
করবে টুডে ভুল
রেডি মন্তব্যে যোগ হল না
একটাও গোলাপফুল।
আরো কত কইব কথা
চলতে ব্লগের বাড়ি
সময়মত আপন কথা
বলতেই সদা পারি!
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন