-তাহলেতো বুঝবেন। শিক্ষিত মানুষ। আপনার আব্বাকে পেলাম না। জানেনতো পাপি সাত ঘর নিয়ে মরে!
লিখেছেন লিখেছেন নাইস ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৫:৫৫ রাত
আমার মেজো ভাই বলেছে একদল মানুষ আর একদল আওয়ামিলীগ! যাক এ ব্যপারে আমি আর কিছু বলছি না। কারণ, আমি মোবাইল থেকে কোনরকমে কষ্ট করে লিখছি। আমাদের ফেমিলির অবস্থা এক অজানা অতঙ্কের ভিতর কাটছে। সারাদিন ছাত্রলীগ যুবলীগ আওয়ামিলীগ গ্রুপে কখনো কম কখনো বেশি কখনো লাঠিহাতে কখনো খালি হাতে আমাদের বাড়ি এসে আব্বা আর বড় ভাইকে খুঁজছে। বারবার তাদের সম্মুখে আমাদের বাড়ির মা বোনেরা ফেস করছে। তো এলাকার যারা তারা দূর থেকে নিয়ন্ত্রণ করছে অথচ সারা থানা থেকে যাদেরকে আনা হয়েছে আমরা কেবল তাদেরই মোকাবেলা করছি। জুম্মার পর থেকে বাজার সহ পুরো এলাকায় এদের সজ্জিত অবস্থানের এবং সরব আনাগোনা আর আচরণ উপেক্ষা করে আমাদের প্রিয় নবীকে কটুক্তিকারীদের বিরোদ্ধে সামান্য মিছিলটাও করতে পারলাম না। আফসোস থেকেই গেল! এই পরিস্থিতিতেও আমাদের বাজারের মসজিদ থেকে এশার নামাজ পড়েছি। দোকানটা আজ তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি আসলাম। ঠিকমত গায়ের কাপড় পাল্টাতে পারলাম না, পনের থেকে বিশ জন ডিবি পুলিশ পরিচয়ে আমার আব্বাকে খুঁজতে আসল। অবশেষে না পেয়ে আমার আব্বাসহ আমাদের ভাইবোনদের পুরো বায়োডাটা মোবাইল নাম্বার নিল। আমি পনের জনের ঠাক তথ্য দিলাম। যাবার আগে আমাকে বলল-
-আপনি কি করেন?
আমি প্রাইমারি স্কুলের শিক্ষক।
-কি পাশ?
মাস্টার্স।
-কোন সাবজেক্ট?
রাষ্ট্রবিজ্ঞান।
-তাহলেতো বুঝবেন। শিক্ষিত মানুষ। আপনার আব্বাকে পেলাম না। জানেনতো পাপি সাত ঘর নিয়ে মরে! সর্বশেষ হুমকি খেলাম, সরকারি চাকরি করেন, চাকরিটা হারায়েন না! কথাটা মনে থাকে যেন..
বিষয়: রাজনীতি
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন