দাড়িপাল্লায়ই হিসেব জেনো সত্য কিবা ভুল! []==[]
লিখেছেন লিখেছেন নাইস ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১৭:১৪ রাত
তোমরা যারা আনছো ঈমান
শাহবাগ যেও না!
ছেলেমেয়ে একসাথে মিলে
দিনরাত থেক না!
মিথ্যাবাদীর হুংকারে সৎ
পথকেই ভুলো না
মিথ্যায় কভু সত্যের সাথে
হয় নারে তুলনা!
অন্ধ রাজার ভুলের আকাশ
যতই আঁধার হয়
স্বৈরবিচার বৃষ্টির পরই
হয় জনতার জয়!
আল্লাহ তোমার সৃষ্টিকারী
রাসূল নেতা আর
ইসলাম ছাড়া চেষ্টা তোমার
কারেই জেতাবার?
দাদা গেল বাবা গেল...
সাদা তোমার চুল
দাড়িপাল্লায়ই হিসেব জেনো
সত্য কিবা ভুল!
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন