Roseআমার কাছে আলকুরআন কি? Rose

লিখেছেন লিখেছেন নাইস ১৮ জুন, ২০১৩, ০৮:২৫:৩৫ রাত



আমার কাছে

-সবচেয়ে মান্য এবং সহজ আইন হচ্ছে আলকুরআন

-সবচেয়ে বড় বই হচ্ছে আলকুরআন

-সবচেয়ে বড় প্রবাদ হচ্ছে আলকুরআন

-আমার জীবনের সবচেয়ে দামী দিকনির্দেশনা হচ্ছে আলকুরআন

-সবচেয়ে গ্রহণযোগ্য উপদেশ হচ্ছে আলকুরআন

-আমার জীবনের সবচেয়ে বড় এবং সত্য ডায়রী হচ্ছে আলকুরআন

-সবচেয়ে লেটেস্ট সংবিধান হচ্ছে আলকুরআন

-সবচেয়ে বড় গার্ডিয়ান হচ্ছে আলকুরআন

-যার কাছে থেকে সবচেয়ে বেশি মায়া, আদর, সোহাগ পাই তা আলকুরআন

-সবচেয়ে কাছে টানি আলকুরআন

-সবচেয়ে আপন মনে করি যাকে তা হল আলকুরআন

-যার থেকে সবচেয়ে বেশি পরামর্শ নেই তাও আলকুরআন

তো আলকুরআন আমাকে পথ দেখাবে আশা করি।

আমিন!

বিষয়: সাহিত্য

১৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File