ইশকুলের নাই দোষ!!!

লিখেছেন লিখেছেন নাইস ০৮ জুন, ২০১৩, ১০:০১:৫৯ রাত

ইশকুল আমার অনেক ভাল

ইশকুলের কি দোষ?

কিছু শিশুর মা-বাপেরই

পড়াইতে নাই জোশ!

এই অপারগ শিশুরাই

মুর্খ থেকে যায়

বড় হয়ে এরাই চুরি

জুলুম করে খায়!

শিক্ষা নিয়ে শিক্ষিত কেউ

গালি বুঝে না

মিথ্যা নামে সার্টিফিকেট?

উপায় খোঁজে না।

যোগ্য তেলের টান পড়ে না

অপরের চরকার

গুলি ছুরি লগি বৈঠার

নাই তার দরকার।

আমার ইলকুল কত সচিব

মন্ত্রীর পরিচয়

না পারাও কত শিশুর

বিদায় দিতে হয়।

না পারারা বড় হলে

চাকরি জুটে না

ভদ্র ঘরের মেয়ে করে

বিয়েও মোটে না।

অবলেষে বদমাশীতে

যৌবন চালনায়

সন্ত্রাসী গুন্ডামী করে

জীবনটা বাচাঁয়।

দেশের কোন ভদ্র তাদের

ভালবাসে না

আলেম সমাজ লোক সমাজে

তারা আসে না।

এমনি করে না পারারা

উম্মাদ হয়ে যায়

অসভ্যতাই নিজের করে

বাকশালী কায়দায়!

বিষয়: রাজনীতি

৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File