মুক্তযুদ্ধ ব্যবসা কার অধিকার অহংকার?
লিখেছেন লিখেছেন নাইস ০৬ জুন, ২০১৩, ১১:৩৯:২৩ সকাল
এক আনফ্রেন্ড ফেসবুকের বাঁশেরকেল্লায় আমার এক মন্তব্যে রিপ্লাই করেছে, আমি নাকি তাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করি! আমি বুঝলাম না কিভাবে বুঝল আমি নষ্ট মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করি। ব্যবসা তো মূলতঃ তাদের করার কথা যারা দুনিয়ার যত আকাম কুকাম করে সব মুক্তিযুদ্ধের জয়বাংলা বলিয়া শুরু করে! তবে আমি এতটুকু জবাব দিয়েছি,
মহান মুক্তিযুদ্ধের নিয়েই তো আপনারা
-সেঞ্চুরি করেন
-পিলখানা তৈরি করেন
-সাভার ট্রাজেডি বানান। রেশমা-হাসিনার নাটক দেখান
-শাপলা চত্তর থেকে রক্তাক্ত চত্তর করেন
-দেশের বাচ্চা হইয়া বিদেশের পা চাটেন
-ধর্মীয় ব্যবসা টিকে রাখার জন্য মা এক ধর্মের, মাইয়া আরেক ধর্মের, নাতিপুতি অন্য ধর্মের এভাবে নিরপেক্ষ ধর্মের আবার কেউ ধর্মহীন নাস্তিক
-ভাল ই তো চলছে! ভাল না? বিরোধীদের হত্যা গুম জেল মামলা হামলার উন্নয়ণ তো বন্যাকারে ভেসে যাচ্ছে! তাই না? আবার আপনাদের মুখে শুনি, আইন শৃঙ্খলা যে কোন সময়ের চেয়ে ভাল! আর দেশে কোন হত্যাকান্ড ঘটেনি!
-বাহ! আপনাদের কথা শুনে শুনে আপনারাই একদিন মাথায় হাত থাপরাবেন! আল্লাহ সব কিছুই অবলোকন করছেন..
বিষয়: রাজনীতি
৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন