আঁধারের পরে আসে মুগ্ধ সকাল!
লিখেছেন লিখেছেন নাইস ২০ মে, ২০১৩, ০৬:৪০:৩৮ সন্ধ্যা
শিবির সভাপতির নির্যাতনের ছবি দেখে আমি আর সইতে পারছি না।
একটা গানই এখন মনে পড়ছে-
গভীর রাত্রী শেষে আলোর প্রভাত হাসে
ভোরের পাখিরা গাহে দিবসের ই গান
আঁধারের পরে আসে মুগ্ধ সকাল!
ঝঞ্ঝা ঝড়ের শেষে
দৃঢ় মন বিশ্বাসে
গড়ে ওঠে জনপদ নব চেতনায়!
অমা-রাত্রির শেষে পূর্ণিমা চাঁদ হাসে
জোসনায় ভরে যায় কানায় কানায়
ফাগুন ফুলেরা সুখ গন্ধ বিলায়!
বিষয়: রাজনীতি
১৫৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন