এগোলো হলো মাহমুদ নাইসের বিবাহ পূর্বের সচেতনতাঃ-
লিখেছেন লিখেছেন নাইস ২০ মে, ২০১৩, ১১:২৭:২৪ সকাল
এক মেয়ে আমাকেই পছন্দ করে বসল। কিন্তু তাকে আমার কিছুতেই পছন্দ হয় নি। তাকে আমি কিছু কথা জানালাম। শুনবেন সে কথাগুলো কি? এগোলো হলো মাহমুদ নাইসের বিবাহ পূর্বের সচেতনতাঃ-
তুমি এক বড় বাপের বড়সর কন্যা
তাই বুঝি বহে সদা স্বপ্নের বন্যা!
ভেবেছ তুমি তাই দেই তবে ধন্যা
জি না! জান না তুমি, আমি এমন না!
ভালবাসা বিনিময়, কিছু ক্ষণ প্রেমময়
বিয়ে করব আর সাজাতে জীবন
চেংড়ী বেটি; তাই উতাল-পাথাল তুমি
ঘর-দুর, সংসারে থাকবে না মন।
মানসিক, শারীরিকভাবে হয়নি বয়স
কথায়, চালচলনে তাই জ্ঞান-হুঁশ ধস।
ভেবেছ বিয়ের পর ঠিক হবে সব
আমি জানি, পুরাতনে টানে অভিনব।
পড়া-লেখা কর; যদি মনে জাগে প্রেম,
জীবন সাজাবে? সেটা লম্বা সে জ্যাম!
সেই ভাল, তুমি খেল তোমার যত খেল
বুদ্ধি লাগলে দিবে ব্লগার আঁতেল!
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন