হয় তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা হিসেবে গোটা পিঠা খেতে হবে!
লিখেছেন লিখেছেন নাইস ১৯ এপ্রিল, ২০১৩, ১১:৫৩:৫৯ রাত
ঘরে আজ চাল নাই। বাইক কিনে হাত তো একেবারে ফাঁকা। যে হারে অন্যের পকেট থেকে টাকা লোড নিয়েছি, মনে হয় না দুই এক মাসের বেতন দিয়া ঋণ শোধ করতে পারব! তবে আমাকে পরিচালনার দায়িত্ব আল্লাহর কাছে দিলাম।
মার মনটা খারাপ। শেষমেষ রাতের খাবারটা ঠিকঠাক মত হয়েছে। অবশিষ্ট থাকা খুদগুলো মা আজ রাতেই ভিজিয়ে রেখেছে। হয় তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা হিসেবে গোটা পিঠা খেতে হবে!
তাহলে কি বাইক কিনে ভুল করলাম? নাহ! তা মনে হয় না। সান্ত্বনা এই ভেবে, আল্লাহর রাসূল পেটের ক্ষুধা নিভাতে কত পাথর বেঁধেছে পেটে!
দোয়া করবেন, আল্লাহ যেন একটা সুব্যবস্থা করেন। টাকা ধার নিতে আর ভাল লাগে না। আমি সব ঋণ শোধ করে নিজেকে প্রস্তুত রাখতে চাই, কখন যেন জিহাদের ডাক এসে যায়...!
বিষয়: সাহিত্য
১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন