ভার্থখলা জামেয়া ছাত্র মজলিস পূর্ণ গঠন সম্পন্ন
লিখেছেন লিখেছেন || ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম || ০৪ নভেম্বর, ২০১৩, ০৭:১৪:৩২ সন্ধ্যা
ভার্থখলা জামেয়া ছাত্র মজলিস পূর্ণ গঠন সম্পন্ন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ভার্থখলা জামেয়া শাখার উদ্দ্যেগে, গত : ০৩/১১/১৩ রবিবার দক্ষিণ সুরমা মজলিস কার্যালয়ে এক সহযোগী সদস্য সমাবেশের আয়োজন করা হয় । সভায় ২০১৩-১৪ শেষণের জন্য জামেয়ার সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ নাসির উদ্দীন, ও সেক্রেটারী মনোনীত হন, শাহ বদরুজ্জামান নোমান, অন্য দায়িত্বশীলরা হলেন, বায়তুল মাল হায়দার আলী, পাঠাগার মোঃ মতিউর রহমান, প্রচার মোঃ আল আমিন, পরে নব নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষধ সদস্য, সিলেট মহানগর সভাপতি ও অনুষ্টানে প্রধান নির্বাচন কমিশনার জাবেদুল ইসলাম (চৌঃ) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাউয়াই সভাপতি মাসুম আহমদ দক্ষিণ সুরমা পূর্ব সভাপতি বাহাউদ্দীন আরমান
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন