─=≡Ξ অভিশাপΞ≡=─

লিখেছেন লিখেছেন || ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম || ২৮ এপ্রিল, ২০১৩, ০৯:১০:৫৬ রাত

─=≡Ξ অভিশাপΞ≡=─

যে দিন আমি হারিয়ে যাবো-

বুঁজবে সেদিন বুঝবে

অস্রপারের সন্ধাতারায় আমার-

খবর পুঁছবে

বুঝবে সে দিন বুঝবে _

ছবি আমার বুকে বেঁধে

পাগল হয়ে কেঁদে কেঁদে

ফিরবে মোর কানন গিরি,

সাগর আকাশ বাতাস চিরি

সে দিন আমায় খুঁজবে-

বুঝবে সে দিন বুঝবে-

স্বপন ভেঙ্গে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে .

কাহার যেন সেনা-ছুওয়ায় উঠবে ও-বুকে ছমকে-

জাগবে হঠাৎ চমকে

ভাববে বুজি আমিয়েই আসে

বসল বুকের কূলটি ঘেশে

ধরতে গিয়ে দেখবো যখন

শূন্য শয্যা মিথ্যা স্বপন .

বেদনাতে চোখ বুঝবে

বুঝবে সে দিন বুঝবে

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File