ভারতের কাছে জামায়াত এক অন্ধকারময় রহস্য
লিখেছেন লিখেছেন ফয়সাল ১৩ মার্চ, ২০১৩, ০৯:৫৫:৩৩ রাত
এস এন এম আবদি: জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে ভাল দিকটি হলো তারা ধর্মীয় বিশ্বাসের কারণে কোন হিন্দুকে হত্যা করে না। সততার সঙ্গে বলতে হয়, ভারতে হিন্দুত্ববাদী কিছু সংগঠনের হাতে যেভাবে মুসলমানরা নিয়মিত টার্গেটে পরিণত হচ্ছে সেখানে জামায়াত নিষ্ক্রিয়ই। এ দলটি সম্পর্কে এটিই সরল সোজা সত্য কথা। অবশ্যই ভারত ও পশ্চিমা মিডিয়া এসব বিষয়ে রিপোর্ট ছাপছে না। বাংলাদেশের ক্রমবর্ধমান অস্থিরতা, যুদ্ধাপরাধ আদালতের বিচার, শাহবাগ স্কয়ারের আন্দোলন এবং জামায়াতের নয়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় নৃশংসতার অভিযোগে ফাঁসির আদেশ- এ সব কিছুতেই ভারতীয় ও পশ্চিমা মিডিয়া জামায়াতকে বেপরোয়া দৈত্যের সঙ্গে তুলনা করছে। বাংলাদেশের সর্বশেষ এ রাজনৈতিক উন্মাতাল পরিস্থিতিতে এরই মধ্যে কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছেন। এর বেশির ভাগই জামায়াতের সমর্থক। তাদের হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ যখন সহিংসতায় সর্বতোভাবে জ্বলছে তখন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ঢাকা সফর করেন। তাকে বহনকারী বোয়িং-৭৪৭ বিমানে সফরসঙ্গীদের মধ্যে ছিল ‘আউটলুক’-এর সাংবাদিক। জাম্বো জেটে করে ‘বিগ ব্রাদার’ যখন বিমানবন্দরে অবতরণ করলেন তখন টারমাকে অবস্থানকারী ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এ বিষয়ে ফার্স্ট সেক্রেটারি স্পষ্টতই বললেন, যা-ই বলুন বিমানটির আকার কিন্তু একটি ব্যাপার। স্বাগতিকদের কাছে এর ক্ষমতা সম্পর্কে একটি সঠিক বার্তা পৌঁছে দেয়া গেছে। কিন্তু রাজধানী ঢাকার পরিস্থিতি তখন এতটাই ভীতিবিহ্বল যে, ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যখন তোপধ্বনি করা হয় তখন তার সফরসঙ্গীদের অনেকেই আতঙ্কিত হয়েছিলেন পুলিশ গুলি করছে কিনা।
ঢাকার শাহবাগে ধর্মনিরপেক্ষ মধ্যপন্থিদের জামায়াতবিরোধী আন্দোলন ও সারা দেশে ছড়িয়ে পড়া সংিসতা জামায়াতে ইসলামী বাংলাদেশকে বিশ্ব মিডিয়ার সামনে নিয়ে এসেছে। গত ২৮শে ফেব্রুয়ারি এ দলের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দেয়ার পর তারা আক্রমণাত্মক হয়ে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী মিত্র এ জামায়াত। বিএনপিকে বলা হয় ভারতবিরোধী। অন্যদিকে বাংলাদেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে ব্যাপকভাবে ভারতপন্থি মনে করা হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল। যদি তারা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের বিষয়ে একমত হতে পারেন তাহলে আগামী বছর যে জাতীয় নির্বাচন হবে তাতে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করবে এ দু’টি পক্ষ। বিএনপি ও আওয়ামী লীগ দু’দলেরই রয়েছে জোটের সমর্থন।
এখন আওয়ামী লীগ সরকার জামায়াতের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাতে কি এটা পরিষ্কার করে বলা যায়, জামায়াত ভারতের প্রতি হুমকি হবে? মুসলিম অধ্যুষিত বাংলাদেশে জামায়াতিদের পরিষ্কার বোঝা যায়। তাদের বেশির ভাগেরই মুখে দাড়ি, মাথায় টুপি। কিন্তু ইসলামী নিবাস পরলেই কি তারা ভারত বা হিন্দুদের বিরুদ্ধে শপথ নেয়া শত্রুতে পরিণত হবে? বাংলাদেশে হিন্দুরা মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ। জামায়াত কি ভারত বিরোধী, হিন্দুদের বিরোধী অথবা দু’পক্ষেরই বিরোধী?
ঢাকায় নিযুক্ত ভারতীয় কোন কূটনীতিক অথবা হিন্দু সমপ্রদায়ের কোন নেতা মনে করতে পারলেন না সামপ্রতিক বছরগুলোতে শুধু ধর্মীয় কারণে কোন হিন্দুকে হত্যা করা হয়েছে। বিএনপি-জামায়াতের কর্মীদের হাতে হিন্দুরা নিহত হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। শুধু হিন্দু হওয়ার কারণে নয়, তাদের টার্গেট করা হয়েছে আওয়ামী লীগের সমর্থক হিসেবে প্রতিপক্ষ হয়ে ওঠার কারণে। এ বিষয়টিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতার সঙ্গে তুলনা করা যেতে পারে। পশ্চিমবঙ্গে সিপিআই (এম) ও তৃণমূলের মধ্যে নিত্য সংঘর্ষে রাজনৈতিক কর্মীদের প্রাণহানি হচ্ছে। নিহতদের অনেকেই মুসলমান এবং তারা দুই প্রতিপক্ষ দলেরই সদস্য।
হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের এক মুখপাত্র ‘আউটলুক’কে বলেছেন, ২৮শে ফেব্রুয়ারি দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই চট্টগ্রামের কাছে বাঁশখালীতে একটি মন্দিরের বয়োবৃদ্ধ এক পুরোহিতকে প্রহার করে হত্যা করা হয়েছে। কিন্তু ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জোর দিয়েই বলেন, এ মৃত্যুর সঙ্গে রাজনৈতিক কোন ব্যাপার জড়িত নেই। মজার ব্যাপার হলো- ২০১২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এক সংঘর্ষের সময় কুপিয়ে হত্যা করে হিন্দু সমপ্রদায়ের যুবক বিশ্বজিৎ দাসকে। ক্যামেরায় ধারণ করা ছবিতে দেখা যায় ২৪ বছর বয়সী এ যুবক আর্তনাদ করে বলছিলেন তিনি রাজনীতি করেন না- তিনি একজন হিন্দু। বিশ্বজিৎকে জঘন্যভাবে ও ঠাণ্ডা মাথায় হত্যা আওয়ামী লীগের ভাবমূর্তিতে এক গভীর কলঙ্ক সৃষ্টি করেছে।
বাংলাদেশের হিন্দুরা হয়তো তরবারির ছায়ার নিচে বাস করেন না, কিন্তু তাদের জীবন আবার একেবারে গোলাপ ফুলের বিছানার মতো সুখকরও নয়। তারা যে হামলার শিকার হন তার পেছনে রয়েছে অর্থনৈতিক কারণ, তাই বলে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় তা একেবারে কম নয়। তাদের বাড়িঘর, দোকানপাট ও চাষের জমি টার্গেট করা হয়। বাধ্য করা হয় তাদের ভারতে চলে যেতে- যাতে সেসব সম্পত্তি দখল করা যায়। বিশেষ করে মন্দির ও হিন্দু নারীদের টার্গেট করা হয়। মন্দির ভাঙচুর করা হয়, নারীদের অপহরণ করে অস্ত্রের মুখে ধর্মান্তরিত করে বিয়ে করা হয়। তাই হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের মুখপাত্র বলেন, তবে গুজরাট ও কোকড়াঝাড়ের মতো নিধনযজ্ঞ ভাবা যায় না এখানে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের একটি মূল অংশ জামায়াত। এর কারণ, বাংলাদেশের জাতীয় সংসদের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩৪৫টি আসনের মধ্যে প্রায় ৮০টি আসনে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ সমর্থন। মৌলবাদী ভাবমূর্তি থাকা সত্ত্বেও জামায়াত ব্যাপক পরিবর্তনের কথা বলেছে। নির্বাচন কমিশনে তারা তাদের গঠনতন্ত্র সংশোধন করেছে। তারা ‘আল্লাহর আইন’ প্রতিষ্ঠার লক্ষ্য বাদ দিয়েছে। সুষমা স্বরাজ, শাইনা চূড়াসামা, নির্মলা সীতারাম, স্মৃতি ইরানি ও মীনাক্ষী লেখি’র মতো হিন্দুত্ববাদীরা জেনে খুশি হবেন, জামায়াত সাংগঠনিক পদ শতকরা ৩৩ ভাগ নারীর জন্য রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি বিখ্যাত উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের শতকরা ২৫ ভাগ মানুষ জামায়াতে ইসলামীর সদস্য। তারা ভারত বিরোধী। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে রয়েছে তাদের যোগাযোগ।
এখানে প্রাসঙ্গিক প্রশ্ন হলো- এরপর থেকে এ পর্যন্ত তাদের পথে আনতে কি করেছে সাউথ ব্লক? জামায়াতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক রাখতে রাজি নয় নয়া দিল্লি। তারা একে সন্ত্রাসী সংগঠন এবং পাকিস্তান, আল কায়েদা ও তালেবানের চর বলে অভিহিত করে। শুধু জামায়াত ইসলামী বাদে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন করেছেন ভারতীয় কূটনীতিকরা। জামায়াত ইসলামীর সঙ্গে তারা অনানুষ্ঠানিক কোন কথা বলেছেন কিনা তা নিয়েও আছে সন্দেহ। ভারতের কাছে এখনও জামায়াত এক অন্ধকারময় রহস্য। এর ভিতরে আসলে কি হচ্ছে সে সম্পর্কে কোন ধারণাই নেই তাদের।
এখন জামায়াতের সঙ্গে দৌত্যে যাওয়ার উপযুক্ত সময় ভারতের। তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখন সুস্পষ্ট। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের কেবল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রাখার জন্য পরামর্শ দিয়েছিল ভারত। কিন্তু তাতে কান দেয়নি তারা। ওয়াশিংটন এখন বাংলাদেশে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের বিচারে অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছে। বলেছে, মানবাধিকার লঙ্ঘন কোনভাবেই মেনে নেয়া হবে না। যুক্তরাষ্ট্র ঠিকই দেখতে পাচ্ছে খালেদা জিয়াকে ক্ষমতায় বসানোর পরিকল্পনায় জামায়াতই মূল খেলোয়াড়, যদিও শেখ হাসিনাকে আরেক দফা ক্ষমতায় বসানো নিশ্চিত করার কৌশল চূড়ান্ত করেছে ভারত।
আউটলুক ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘বাংলাদেশ: জামায়াতে ইসলামী: দ্য মনস্টার ব্রিথস এয়ার’ শীর্ষক লেখার অনুবাদ
এসএনএম আবদি: ভারতের খ্যাতিমান সম্পাদক, লেখক, কলামনিস্ট ও রেডিও-টিভি ব্যক্তিত্ব। বিহারের ভাগলপুরে পুলিশ কর্তৃক এসিড মেরে লোকজনকে অন্ধ করার কাহিনী উদঘাটন করে তিনি পেয়েছিলেন জাতিসংঘের মিডিয়া পিস প্রাইজ। তার সেই উদঘাটন অনুসন্ধানী সাংবাদিকতার ইতিহাসে এক অক্ষয় কীর্তি হিসেবে বিবেচিত। ভারতের কলেজ-বিশ্ববিদ্যালয়ের সব সাংবাদিকতা বিভাগের পাঠ্যসূচিতে তা স্থান পেয়েছে। টিভি চ্যানেল ‘টাইমস নাউ’-এর রাজনৈতিক বিশ্লেষক আবদি এর আগে দায়িত্ব পালন করেছেন দ্য টাইমস অব ইন্ডিয়া, ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া, সানডে, সাউথ চায়না মরনিং পোস্ট (হংকং) ও খালিজ টাইমস (দুবাই)-এ। সদাভ্রাম্যমাণ এই সাংবাদিক ৩০টির বেশি দেশে ভ্রমণ করেছেন কাজ অথবা স্রেফ আনন্দ-বিনোদনের জন্য। বর্তমানে তিনি লিখছেন ‘১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধকালে চীনা সম্প্রদায়ের ওপর ভারতের আচরণ’ নিয়ে এক গবেষণামূলক গ্রন্থ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রির অধিকারী আবদি ব্যক্তিজীবনে পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেত্রী শ্রীলা মজুমদারের স্বামী।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন