শহীদ সাকিব ভাইকে নিয়ে লিখা........
লিখেছেন লিখেছেন ফয়সাল ২৯ জানুয়ারি, ২০১৫, ০২:০৫:২০ দুপুর
ওহ!! আমি আর নিজেকে বুঝাতে পারছিনা!!
সাকিব ভাইয়ের শাহাদাতের সংবাদ আমাকে নির্বাক করেছে।
বায়তুশ শরফ ক্যাম্পাসে তাঁর দাওয়াতী অভিযান আর কী দেখা হবেনা?? টিফিন সময়ে কুরআন ক্লাস/সামষ্টিক পাঠ প্রোগ্রাম গুলোতে ডাকবে কে?? দেখা হলে এগিয়ে এসে মুছকি হেঁসে মুসাফাহ্ করার মানুষ্টি আজ কোথায়?? মোলাকাতের সময় কানে কানে ফিসফিস করে সাকিব ভাইয়ের ধণি আর বাজবেনা?? “আপনি কেমন আছেন”?
বায়তুশ শরফ দাখিল ক্যাম্পাস ওয়ার্ড সেক্রেটারী’র দায়ীত্ব প্রাপ্ত হওয়ার পর আমার সাথে এসে কোলাকোলি করার স্মৃতিটা এখন আমাকে খুব করে পিড়া দেয় এই বলে যে, কেন তাঁকে আরো কিছুক্ষন বেশি সময় বুকে জড়িয়ে ধরে রাখলামনা??
খোদা!!
তুমি আমার মিষ্টি ভাইটির জিম্মাদার হয়ে যাও। আমার ভাইয়ের শাহাদাতকে কবূল করে নাও। তাকে জান্নাতুল ফেরদাউসের নীল প্রজাপতি বানাও। তাঁর রক্ত আমাদের দ্বীনি শক্তিতে রূপান্তর কর। তাঁর ঘাম মাখা ক্যাম্পাসটিকে আরও ঊর্বর কর। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করার তাওফীক দাও।
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন