.............ঈমানের পরিচয় দেই।

লিখেছেন লিখেছেন ফয়সাল ১৫ ডিসেম্বর, ২০১৪, ১২:২৮:৩৭ দুপুর

**হযরত আবু সাঈদ খুদরী রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) ইরশাদ করেন, যে ব্যাক্তি কোন অন্যায় কাজ হতে দেখবে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে। আর তাতে যদি সক্ষম না হয় যেন মুখ দ্বারা প্রতিরোধ করে। আর তাতেও যদি সক্ষম না হয় তাহলে সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। তবে এটি হলো সবচেয়ে দূর্বল ঈমানের পরিচায়ক।

আল-হাদীস। (ছহীহ মুসলীম)

**গত দিন চোখের সামনে ঘটে গেল বিরাট এক অন্যায় কাজ। হাত অথবা মূখ দ্বারা প্রতিরোধ করার সাহস পেলামনা। শুধু নিরব দর্ষকের ভূমিকা পালন করে অন্যায় কাজটিকে ঘৃণা করলাম।

-হাদীসের ভাষ্য মতে আমি দূর্বল ঈমানের পরিচায়ক নয় কী??

**শুধু আমি কেন, সবার সামনেই এরূপ ঘটা নিত্য-নৈমিত্তিক ব্যাপার। তবে আমাদের ঈমানদারিত্ব কোন কাতারে পড়ে?? তা একটি বার ভেবে দেখার দরকার।

তাই আসুন!!! আমরা নিরব দর্ষকের ভূমিকায় নয় বরং হাত ও মুখ দ্বারা “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” করি আর সবল ঈমানের পরিচয় দেই।

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294556
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৭
আফরা লিখেছেন : দিতে তো চাই কিন্তু পারি না কে যেন হাত আর মুখ বন্ধ করে রাখে ।মাঝে মাঝে অন্তর ও মরে যায় ঘৃণাও আসে না ।তবু আমরা ঈমানদার !!
294587
১৫ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File