ঊটপাখি এবং ধর্মব্যবসায়ী আম্লীগের কতিপয় সামঞ্জস্য।
লিখেছেন লিখেছেন ফয়সাল ২১ মার্চ, ২০১৪, ০৯:২৮:৩৬ রাত
ঊটপাখি এবং ধর্মব্যবসায়ী আম্লীগের কতিপয় সামঞ্জস্য।
ঊটপাখিঃ-
-ঃ-ঃ-আপনার এবং ঊটপাখির মধ্যে কথোপকথন-ঃ-ঃ-
-তোমার আসল পরিচয় কী?
-আমার আসল পরিচয়, আমি এক পাখি।
-তাহলে তুমি একবার আকাশে উড়ে দেখাওতো।
-কেন? আমি কেন আকাশে উড়তে যাবো? আমি তো ঊট। ঊট কী কখনো আকাশে উড়ে?
-আচছা, তুমি যদি ঊট-ই হও। তাহলে আমার এই-মাল পত্র গুলো বহন করে নিয়ে যাও।
-কেন? আমি কেন আপনার মাল-পত্র বহন করতে যাবো? আমি তো এক পাখি।
*********
আম্লীগঃ-
-ঃ-ঃ-আপনার এবং আম্লীগের কোন নেতার সাথে কথোপকথন-ঃ-ঃ-
-তোমাদের আসল উদ্দেশ্য কী?
-আমাদের আসল উদ্দেশ্য হলো, আমরা এ দেশে আস্তিক্যবাদকে সমূলে উৎখাত করে নাস্তিক্যবাদের প্রতিষ্ঠা করবো।
-তাহলে তোমরা ভোটের আগে টুপি-পাঞ্জাবী পরে ভোট চাও কেন? এবং মসজিদে গিয়ে নামায পড়ে আল্লাহর কাছে নির্বাচনে জয় লাভ করার জন্য দোয়া করা কেন?
-আরে ভাই! টুপি-পাঞ্জাবী পরে আল্লাহর কাছে দোয়া করবোনা? কারণ, আমরা-ই তো ইসলাম রক্ষা কারী। একমাত্র আমাদের নেতৃ শেখ হাসিনার হাতেই ইসলাম নিরাপদ এবং আম্লীগের নেতা-কর্মীরাই নবীজির উম্মত।
-আচ্ছা! যদি তাই হয়, তাহলে ধর্মভীত্তিক রাজনিতী নিষিদ্ধ করতে চাচ্ছো কেন?
-করবোনা? আমরা তো ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী।
************
কী বুঝলেন???
.. . ..md FaYsAl.
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার সাদৃশ্য দেখিয়েছেন। অনেক কিছুই বুঝে নিয়েছি।
মন্তব্য করতে লগইন করুন