১০ দিনে তাদের জুতা বিক্রি হবে-১৩৬০০০X১০=১৩৬০০০০ জোড়া।

লিখেছেন লিখেছেন ফয়সাল ১৮ জানুয়ারি, ২০১৪, ১১:৩৮:৩৩ সকাল

গোপন সূত্রে খবর পাওয়া গেছে বাংলাদেশের জুতা ব্যবসায়ীরা জুতা বিক্রি বৃদ্ধির জন্য একটি গোপন বৈঠকে একত্রিত হয়েছে।

সেই বৈঠকে সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো যে, তারা নিজেদের টাকায় প্রতিদিন প্রতিটি জেলায় একটি করে ওয়াজ মাহফীলের আয়োজন করবে। আর মাহফীল গুলোর প্রধান অতিথী হিসেবে দাওয়াত পাবেন সেই স্থানের স্থানীয় আওয়ামী এম,পি অথবা মন্ত্রী।

প্রধান অতিথী যখন তার মূল্যবান বক্তব্য দিবেন তখন জনগনও বাইতুল মোকাররমের কেরাত সম্মেলন, উজানী মাহফী ও চট্টগ্রাম জিরি মাদ্রাসার বার্ষিক সভায় যে রূপ কর্তব্য পালন করেছে সে রূপ কর্তব্য পালন করবে।

আর জুতা ব্যবসায়ীদের ব্যবসা হবে বাম্পার।

কেননা-

যদি ৬৮জেলায় একদিনে ২০০০ জোড়া জুতা নিক্ষেপ করা হয় । তাহলে তাদের জুতা বিক্রি হবে একদিনে

৬৮X২০০০=১৩৬০০০ জোড়া

আর এ ভাবে ১০ দিনে তাদের জুতা বিক্রি হবে-

১৩৬০০০X১০=১৩৬০০০০ জোড়া।

আর এই ওয়াজ মাহফিল মাস ব্যাপী হলে তো কোন কথাই নেই।

[এটি কাল্পনীক]

fb=

.....md FaYsAl(SHOTTO SHOMAGOTO)

বিষয়: বিবিধ

১৪৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163858
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
হতভাগা লিখেছেন : মামলা খেয়ে খেয়ে দৌড়ের উপ্রে থাকতে হবে সদা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File