আওয়ামিলীগ করকার অবৈধ........
লিখেছেন লিখেছেন ফয়সাল ২৫ অক্টোবর, ২০১৩, ১১:৫৯:৩৮ সকাল
যারা বলে আজ থেকে আওয়ামিলীগ করকার অবৈধ, আওয়ামিলীগের সময় আজ থেকে শেষ, আরো অনেক ইত্যাদি ইত্যাদি। আমি তাদের সাথে সুর মিলিয়ে এক মত হতে পারছিনা। কারন আওয়ামিলীগ সরকারের কোন সময়ে-ই বৈধতা ছিলনা। কারণ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এ দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় এবং জনগন-ই বেচে নেয় তাদের পচন্দের সরকার। আর আওয়ামিলীগ তো কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে কেবল মাত্র তাদের বিদেশি প্রভূদের শক্তি এবং ইশারায়। তার চেয়ে বড় কথা হচ্ছে- এদেশের শতকরা ৯০% মুসলমান। যারা ধর্মের স্বার্থে সকল কিছু ত্যাগ করতে পারে এবং কি তার জীবনও। সেই ধর্ম প্রাণ মুসলমানের দেশে যারা ইসলাম এবং সেই ইসলামের কর্ণধার আলেম-ওলামাদের কে ধ্বংস করার পায়ঁতারা করেছে তারা কখনো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনা। কারণ যে জাতি ধর্মের স্বার্থে নিজেদের জীবন কে হাঁসি মুখে উৎসর্গ করতে পারে তারা এই নাস্তিক্যবাদী সরকারকে বহু পূর্বে ত্যাগ করেছে।
আটাই সত্য, এটাই নির্ভূল।
তাই পরিশেষে বলবো এই ওলামায় কেরামের বাংলায় নাস্তিকদের স্থান কোন কালে ছিলনা, নেই, থাকবেও না। সুতরাং কাল বা আজ নয় এদের সময় বহু আগেই শেয় হয়ে গেছে।
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!!!
প্রিয় ভাইয়েরা, উল্লেখিত পেইজটি একদম নতুন। এবং এর কয়েক জন নবীণ এডমিন রয়েছে। যারা স্টেটাস পোস্ট করলেও লাইকারের অভাবে স্টেটাস লিখতে তেমন একটা উৎসাহ পায়না। তাই বলছি আপনারা সবাই যদি একটা লাইক দিন এবং কয়েক বার শেয়ার করেন তাহলে আমাদের এডমিন ভাই গণ স্টোটাস লিখাতে উৎসাহি হবে এবং তার পাশাপাশি আপনারাও অনেক কিছু জানতে পারবেন।
এবং তার ছেয়ে অনেক বেশি হচ্ছে সংগঠন এর থেকে অনেক উপকার লাভ করবে।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন