মুক্ত হোন মাহমুদুর রহমান প্রকাশিত হোক আমার দেশ

লিখেছেন লিখেছেন ফয়সাল ০২ অক্টোবর, ২০১৩, ১২:১১:৪০ দুপুর

আমি আপনার মতের সঙ্গে একমত নাও হতে পারি, এমনকি আপনার বিরুদ্ধ মতাবলম্বীও হতে পারি; তবু আপনার মত প্রকাশে আমি বাধা দেবো না—এটাই গণতন্ত্রের নিয়ম। এর পরিপন্থী কাজ কেউ যদি করেন, তবে বুঝতে হবে—গণতন্ত্রের কথা তিনি শুধু বলার জন্যই বলেন, সেটা তার অন্তর কথা নয়, মুখের ওপর চাপিয়ে রাখা একটা মুখোশ মাত্র। আর মুখোশ হলেই তা ছিঁড়ে যায় বা খসে পড়ে। যেমন আমরা সেই গণতন্ত্রের মুখোশ খসে পড়তে দেখলাম ‘আমার দেশ’ প্রকাশনা বন্ধ এবং এই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করার মধ্য দিয়ে। দীর্ঘদিন মুখের ওপর মুখোশ চেপে বসে থাকলে মুখে আলো-বাতাস লাগে না। ফলে ভেতরে পচন ধরে বীভত্স হয়ে ওঠে। সেই বীভত্সতা দেখা গেল রিমান্ডে নিয়ে নির্যাতন করার অমানুষী প্রবণতায়। এই কদাচার এ দেশের কোনো বিবেকবান মানুষেরই সমর্থন লাভ করেনি। মনে হয়েছে মাহমুদুর রহমানের ভয়ে সরকার ভীত। মাহমুদুর রহমান সরকারের সমালোচনা করতেন কলম দিয়ে। হয়তো একটু কঠোর সমালোচনাই করতেন। কিন্তু তাই বলে তার ওপর গুণ্ডা লেলিয়ে দিয়ে, তার সম্পাদিত পত্রিকা পুড়িয়ে, জেলায় জেলায় মামলা দিয়ে তো এর প্রতিবাদ হতে পারে না এবং সবশেষে পুলিশি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাকে গ্রেফতার, তার পত্রিকার প্রকাশনা বন্ধ, ছাপাখানায় সিলগালা করে তালা দেয়া, তাকে রিমান্ডে নেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। আমরা টেলিভিশন টকশোতে দেখেছি, এমনকি তার সঙ্গে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন যারা, তারাও এ আচরণকে সমর্থন করেননি। সমালোচনা অন্যায্য হলে কলম দিয়ে তার প্রতিবাদ করা যায়। সরকারের পক্ষ হয়ে প্রতিবাদকারী পোষ্যজনের সংখ্যা তো কম নেই। তেমন পত্রিকাও তো আছে রাশি রাশি। একটা কথা মনে রাখতে হবে, সমালোচনা সরকারেরই হয়। কারণ, দেশ পরিচালনার ক্ষমতা সরকারের হাতেই থাকে। সেই ক্ষমতার একটু অপব্যবহারে যেমন সর্বনাশ হতে পারে দেশের, তেমনই সরকারেরও। চাটুবাক্যে পটু, সরকারকে বেষ্টন করে থাকা লোকরা, দোষত্রুটি ঢেকে রেখে সরকারকে ভুল পথে পরিচালিত করে। এযাবত্কাল দেখে এসেছি, সরকারের পতন ঘটায় চাটুকাররা, সমালোচকরা নয়। সমালোচনাই সরকারকে শুধরে নিতে সাহায্য করে। যে সরকার সমালোচনা এবং ভিন্নমত সহ্য করতে পারে না—বুঝতে হবে তার পায়ের নিচে মাটি নেই, বুঝতে হবে সে স্বৈরতান্ত্রিক মানসিকতার।

গণতন্ত্রে যদি সরকারের এতটুকু আস্থাও থাকে—তাহলে আপন লজ্জা মোচনের স্বার্থেই অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্ত করে দেয়া উচিত। গণতন্ত্রকে মুখোশ হিসেবে ব্যবহার করলে দিনে দিনে মুখ আরও বীভত্স হয়ে উঠবে। জনগণের সামনে সেই চেহারা উন্মোচিত হলে ভয় পাবে জনগণ। দেশের সব বিবেকবান মানুষের সঙ্গে আমিও কামনা করি—মুক্ত হোন মাহমুদুর রহমান—মুক্ত হোক ‘আমার দেশ’র প্রকাশনা। মুক্ত হোক গণতন্ত্র।

লেখক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সরকার ও রাজনীতি’ বিভাগের অধ্যাপক

বিষয়: বিবিধ

১৪৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File