গৃহবন্দী ইসলাম ও "সচেতন(আসলে অচেতন) নাগরিক এর কথোপকথন
লিখেছেন লিখেছেন ডুবোজাহাজ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০১:১৮ রাত
ইসলাম ----------: কি ব্যাপার!আমি এখানে কেন?
সচেতন নাগরিক : আপনাকে প্রোটেক্ট করার জন্যই এখানে এনে রাখলাম।
আফটার অল আপনাকে আমরা খুব ভালো পাই।
ইসলাম ----------:তাহলে আটকায় রাখছ কেন?
সনা --------------: যাতে আপনাকে নিয়ে কেউ ব্যবসা করতে না পারে।
ইসলাম ----------: মানে?
সনা :দেখেন না কিছু দল টল আপনাকে নিয়ে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করে তাই এই ব্যবস্থা।
ইসলাম -----------: ওদেরকে ধর, আমাকে আটকাচ্ছ কেন?
সনা ---------------: ওদেরকেও ধরা হচ্ছে। ডোন্ট ওয়ারি।
ইসলাম -----------: তাহলে তো হলই। আমাকে যেতে দাও।
সনা ---------------: আরে আপনার প্রবলেম কী? আপনার তো সব জায়গায় যাওয়ার দরকার নাই। আমাদের ঘরে থাকেন, ভাল খান দান, ফুর্তি করেন।
পাবলিক প্লেসে গিয়া আপনার কাজটা কী?
ইসলাম ------------: আমাকে ঘরে থাকার জন্য তো পাঠানো হয় নাই।রাসূলুল্লাহ্ কী ঘরে রেখেছিলেন আমাকে? সাহাবিরা?
সনা ----------------: ওই সময় আলাদা ছিল। এখন এটা গণতান্ত্রিক দেশ।
আপনি যদি প্রকাশ্যে হাটা চলা করেন অন্য ধর্মের লোকেরা কি বলবে?
ইসলাম ------------: কেন এই দেশে আমিই কি মেজোরিটি না?
সনা ---------------: ত বটে। কিন্তু মাইনোরিটি রাইটস বলে একটা কথা আছে না। আপনি রাজনীতিতে বিচরণ করলে তাদের ভবিষ্যত তো আশংকাজনক।
ইসলাম -----------: কেন আমি তো শুধু এই দেশে না অনেক দেশেও
আগে ছিলাম, মাইনোরিটির তো তেমন কোন প্রবলেম হয়নি, ইসলাম তো তাদের অধিকার অস্বীকার করে না। রাসূলুল্লাহ (সাঃ) তো নিজে একটা ইসলামি রাষ্ট্রে থাকা অমুসলিমদের নিরাপত্তা রক্ষার ব্যাপারে মুসলিম
শাসকদের সাবধান করে গেছেন।
সনা ---------------: আরে ভাই, এটা তো খালি অধিকারের
ব্যাপার না, ফিলিংসেরও ব্যাপার। আপনি টপে থাকলে অন্য ধর্মের লোকদের
ফিলিংসের কী হবে ভাবেন! গণতান্ত্রিক দেশে এইসব চিন্তা করা লাগে,
আপনি বুঝবেন না।
ইসলাম ------------: তো ইলেকশনে যখন আওয়ামী লীগ জিতে তখন
বিএনপি গোস্বা করে না? বিএনপি যখন জিতে আওয়ামী লীগ মাইন্ড করে না। তখন তোমরা কী কর?
সনা ----------------: আপনি তো সেরকম গোঁয়ার। বলতেসি যে আপনাকে এত ভালবাসি, বাইরে যাওয়ার কাজ নাই আপনার, ঘরে থাকেন, তসবীহ
গুনেন। খামাকা প্যাঁচাল পারেন কেন?
ইসলাম ----------: তাইলে সবাই চলতে পারবে, তাদের কাজ করতে পারবে। আমি থাকব ঘরে, আমি চাইলেও বাইরে কাজ করতে পারব
না? এইরকম ভালবাসা তো আমি চাই নাই।
সনা --------------: চুপ মৌলবাদী! চুপচাপ ঘরে থাকো, টাইম আসলে মিলাদ পড়াবা, আর নাইলে ভিডিও গেম খেলবা, সিনেমা দেখবা। এখন
বুঝবা না, পরে টের পাইবা যে এসব তোমার ভালোর জন্যই করসি।
চেতনাটা আরেকটু তাজা হোক, সব বুইঝা ফেলবা। যাক এখন
গেলাম, তুমি কিন্তু দুষ্টামি করবা না, কেমন?
(সচেতন নাগরিক বিদায়ের আগে ইসলামের কপালে থুথুসিক্ত চুমু খেল। ইসলাম নির্বাক)
এখান থেকে পাওয়া
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন